করোনা ধ্বংসে গোমূত্র পার্টি ভারতে হিন্দু মহাসভার
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার ভারতের দিল্লিতে চা পার্টির মতো 'গোমূত্র পার্টি' আয়োজন করতে যাচ্ছে দেশটির হিন্দু মহাসভা। এই সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি চক্রপাণি মহারাজ।
এর আগে এই ভাইরাসকে 'অবতার' আখ্যা দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, আমিষাশীদের শাস্তি দিতে এবং ক্ষুদ্র প্রাণীদের রক্ষা করতেই পৃথিবীতে করোনার আগমন ঘটেছে! খবর এই সময়ের।
করোনা ভাইরাসে ২৯ জন আক্রান্তের খবরে ভারতবাসী যখন উদ্বিগ্ন, এমন সময় এটিকে রুখতে গোমূত্র ও গোবরের ওপরই আস্থা রাখলেন চক্রপাণি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'চা পার্টির মতো আমরা গোমূত্র পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এইসব পার্টিতে আমরা ভাইরাসটি কি এবং গোজাত পণ্য গ্রহণ করলে কীভাবেই এই রোগ থেকে বাঁচা যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাব।'
হিন্দু মহাসভা সভাপতি আরও বলেন, 'এই অনুষ্ঠানে গোমূত্র বিলির জন্য আলাদা কাউন্টার থাকবে। এখান থেকে লোকজন পানের জন্য গোমূত্র সংগ্রহে করতে পারবেন। পাশাপাশি ঘুঁটে এবং গোবরের তৈরি ধুপকাঠি পাওয়া যাবে। এই সমস্ত জিনিস ব্যবহার করলে সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস ধ্বংস হয়ে যাবে!'
প্রথম গোমূত্র পার্টি আয়োজন করা হবে দিল্লির হিন্দু মহাসভা ভবনে।