কর্মচারীদের দুবাই সফর ও বিএমডব্লিউর মোটরসাইকেল পাওয়ার সুযোগ দিচ্ছে ভারতীয় টেক কোম্পানি
প্রতিভাবানরা দেশ ছেড়ে যাওয়াকে অভ্যাসে পরিণত করায় প্রযুক্তিখাতে দক্ষ জনবলের সংকটে ভুগছে ভারত। সেই সংকট নিরসনে এবার ভারতীয় একটি ফিনটেক ফার্ম হাতে নিয়েছে নতুন কৌশল। প্রথাগত বেতন-ভাতার পাশাপাশি নতুন কর্মীদের একটি নামী মোটরসাইকেল উপহার দেবে তারা, সঙ্গে থাকতে দুবাই গিয়ে ছুটি কাটানোর ব্যবস্থাও।
দিল্লিকেন্দ্রিক ফিনটেক কোম্পানি- ভারতপিই তাদের গড়পড়তা কর্মীদের জন্য সুযোগ রাখছে পাঁচটি নামজাদা মোটরসাইকেল মডেলের মধ্যে যেকোনো একটিকে বেছে নেয়ার। এই পাঁচ মডেলের মধ্যে রয়েছে বিএমডব্লিউর প্রায় তিন লাখ টাকা দামের একটি মোটরসাইকেলও।
বাইক নিতে না চাইলে আপনার জন্য থাকছে বিভিন্ন নামীদামী গ্যাজেটে সমৃদ্ধ একটি প্যাকেজ। সে প্যাকেজের মধ্যে থাকবে- আইপ্যাড প্রো, মার্শাল স্পিকার, বস হেডফোন, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ, দামী বাই-সাইকেল এবং নেটফ্লিক্সসহ বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসের সাবস্ক্রিপশন।
গত সপ্তাহে ভারাটপের প্রধান নির্বাহী অশনীর গ্রোভার লিংকেডিনে দেয়া একটি পোস্টে জানান, নতুন নিয়োগপ্রাপ্তদের পাশাপাশি বর্তমানে কর্মরত টেক দলের সবাই পাবেন এই সুযোগ সুবিধাগুলো।
আর এসব সুযোগ সুবিধার সাথে বোনাস হিসেবে থাকছে দুবাইয়ে ছুটি কাটানোর সুযোগ। ভারতপিই'র পক্ষ থেকে বলা হয়েছে অক্টোবর-নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপের সময়ে কর্মীদের দুবাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তারা। বহাবাহুল্য, ক্রিকেট ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
ভারতজুড়ে ভারতপিই'র মোট পাঁচটি অফিস রয়েছে। কিউআর কোডের মাধ্যমে দোকানিদের অর্থ লেনদেনের একটি সার্ভিস পরিচালনা করে থাকে তারা। টেক দলে মোট ১০০ জনের মতো কর্মী রাখার চিন্তা করছে তারা।
গত দুই বছরে ভারতের তথ্যপ্রযুক্তির বাজার অনেক সমৃদ্ধ হলেও যোগ্য কর্মচারীর সংকটে ব্যাপকভাবে ভুগছে দেশটি। এবছর অ্যামাজন ওয়েব সার্ভিসের একটি রিপোর্টে বলা হয়েছে, প্রযুক্তিখাতে অগ্রযাত্রার সাথে তাল মিলাতে হলে দেশটিকে ২০২৫ সালের মধ্যে ডিজিটাল দক্ষতা সম্পন্ন কর্মীর সংখ্যা প্রায় নয় গুণ বাড়াতে হবে।
সূত্র: ইনসাইডার