চাকরি হারাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের ১২ হাজার কর্মী
বিশ্বের অধিকাংশ দেশ লকডাউনের আওতায়। বন্ধ পর্যটন এবং ভ্রমণের সকল পথ। করোনাভাইরাসের এই বিপদে মানবিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ক্ষতিও বিপুল, যার মাশুল বিশ্বের ছোট- বড় সব ধরনের আকাশপথে যাত্রী পরিবহনের ব্যবসায় নিযুক্ত প্রতিষ্ঠানকে গুণতে হচ্ছে।
অনেকটা বাধ্য হয়েই লোকসানের পরিমাণ সীমিত রাখতে, বা নিজেদের প্রাতিষ্ঠানিক অস্তিত্ব রক্ষায় বিপুল কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে তারা। খবর দ্য ক্রনিকলের।
এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ ১২ হাজার কর্মীকে চাকরীচ্যুত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৪২ হাজার ব্যক্তি চাকরি করছেন।
তবে করোনাভাইরাসের প্রেক্ষিতে এই বিপুল কর্মী বাহিনীর প্রয়োজন দেখছে না ব্রিটিশ এয়ারওয়েজ। বরং কর্মী সংখ্যা কমিয়ে পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজের মাতৃ সংগঠন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ (আইএজি) বিষয়টি নিশ্চিত করে।
আইএজি সূত্রে দেশটির গণমাধ্যম জানায়, ২০১৯ সালের মাত্রায় যাত্রীদের ভ্রমণ ফিরে আসতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে অনুমান করছে সংস্থাটি। কর্মী ছাঁটাইয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আলোচনা সাপেক্ষ এবং এর মাধ্যমে সিংহভাগ কর্মীর চাকরি নিরাপত্তা হুমকির মুখে পড়বে না।