চুপিসারে করোনার টিকা গ্রহণ করেছেন পুতিন
কোনো ধরনের ঝঞ্ঝাট ছাড়াই মঙ্গলবার কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় করোনার টিকা কার্যক্রম শুরু হবার তিন মাস পর টিকা গ্রহণ করলেন বিশ্ব রাজনীতির অন্যতম ক্ষমতাধর এই নেতা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেন, "পুতিনকে করোনা ভাইরাস বিরোধী টিকা দেওয়া হয়েছে। তিনি ভাল বোধ করছেন। আগামীকাল তার পূর্ণ কর্মদিবস।"
পুতিনের টিকাগ্রহণের কোন ভিডিও বা ছবি এখনো পাওয়া যায়নি। এর আগে ক্রেমলিন জানিয়েছিল, পুতিনের টিকাগ্রহণ কোন প্রকাশ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে না। যা কিনা একজন পুতিনের মতো নেতার ক্ষেত্রে কিছুটা অস্বাভাবিক, বিশেষ করে যিনি প্রায়ই নানান পোজে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন।
এর আগে মঙ্গলবার পেসকভ বলেছেন, টিকার ভিডিও ধারণ করা হচ্ছে না- কারণ ক্যামেরার সামনে টিকা দেওয়া পুতিন "পছন্দ করেন না। এই কথা মেনে নিতে হবে।"
পুতিন কেন টিকা কর্মসূচি প্রচারের জন্য তার টিকাগ্রহণ প্রক্রিয়া দেখানোর পরিকল্পনা করলেন না- জানতে চাইলে পেসকভ বলেন, টিকা কার্যক্রম প্রচারের জন্য পুতিন ইতোমধ্যেই যথেষ্ট করেছেন। "প্রেসিডেন্ট তার কাজের সময়ের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছেন টিকাদান সংক্রান্ত অনুষ্ঠান, আলোচনা, টিকা উৎপাদনসহ ইত্যাদি বিষয়ে।
পেসকভ বলেন, "ক্যামেরার সামনে টিকা গ্রহণের ব্যাপারে তিনি কখনও একজন সমর্থক ছিলেন না, তিনি এটা পছন্দ করেন না।"
ক্রেমলিনের মুখপাত্র আরো বলেছেন যে, পুতিনের দেহে প্রয়োগ করা টিকার ধরন সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হবে না। তবে তিনি জানান, এটি রাশিয়ায় অনুমোদিত; স্পুটনিক ভি, এপিভাক করোনা ও কভিভাক'সহ তিনটি রাশিয়ান টিকার একটি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া সাইটগুলো ঠাট্টা-বিদ্রুপে ভরে উঠেছিল যে রাশিয়ান নেতার কাছে করোনার টিকা আদৌ নাও থাকতে পারে, পুতিনের মতো শক্তিশালী ব্যক্তি হয়তো সুই ভয় পায়, নয়তো তিনি নতুন ট্যাটু লুকাতে উদ্বিগ্ন।
এই ধরনের বিদ্রুপের আবির্ভাব ঘটার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ডিসেম্বর মাস থেকেই টিকা গ্রহণ করার সুযোগ থাকার পরেও রাশিয়াব অনেক প্রভাবশালী ব্যক্তিকে কিছুটা অনাগ্রহীই মনে হয়েছে টিকা গ্রহণের ব্যাপারে। যাদের মাঝে রয়েছে পুতিনের মতো নেতা, সাধারণত যার কাছে থেকে দিকনির্দেশনার অপেক্ষায় থাকে বহু রাশিয়ান।
যদিও টিকা গ্রহণের মধ্য দিয়ে এখন সম্ভবত পুতিন দ্বিধাগ্রস্ত রাশিয়ানদের উৎসাহিত করার একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছে।
একটি স্বাধীন বেসরকারী জরিপ এবং সমাজতাত্ত্বিক গবেষণা সংস্থা লেভাদা সেন্টারের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে- পুতিনের দেশের মোট জনসংখ্যার মাত্র ৩০% টিকা গ্রহণের পক্ষে।
- সূত্র- সিএনএন