ইউক্রেনে একটি নতুন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: পুতিন
ইউক্রেনের হামলার পাল্টা জবাবে রাশিয়াও হামলা চালিয়েছে বলে দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তিনি দাবি করেন, কিয়েভ সম্প্রতি মার্কিন ও যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জবাবে, ইউক্রেনে একটি নতুন মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রতিক্রিয়ায় রাশিয়া নতুন ধরনের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া ডিনিপ্রো শহরে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, "ন্যাটোভুক্ত দেশগুলোর আগ্রাসী পদক্ষেপের জবাবে রাশিয়া হাইপারসনিক মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।"
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "আজকের হামলার বৈশিষ্ট্য দেখে এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে। রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে।"
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে রাশিয়া মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সম্প্রতি যুদ্ধে তাদের আগ্রাসন বাড়িয়েছে। এদিকে, গত সপ্তাহে ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এছাড়া, ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্রও ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি টাইখই বলেন, "এই হামলা স্পষ্ট করে যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার কোনো আগ্রহ নেই। বরং তারা যুদ্ধকে আরও প্রসারিত করতে চায়।"
এদিকে পোল্যান্ডে নতুন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনকে "উসকানিমূলক" বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, "এটি কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করছে এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।" তবে পোল্যান্ড এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছে। বৃহস্পতিবার রাশিয়া জানায়, তারা কুরাখোভ শহরের নিকটবর্তী একটি গ্রাম দখল করেছে এবং শহরের দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ফ্রন্টলাইনে রুশ চাপের মুখে টিকে থাকার চেষ্টা করছে।