ছয়টি দেশে টিকা পাঠাচ্ছে ভারত, বৃহস্পতিবার কোভিশিল্ড পৌঁছবে বাংলাদেশে
কয়েকদিন আগে জানানো হয়েছিল, এখনই বিদেশে টিকা দেওয়ার পরিকল্পনা নেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, বুধবার থেকেই কয়েকটি দেশে টিকা পাঠাতে চলেছে ভারত। সেই প্রক্রিয়াকে 'টিকা মৈত্রী' নামও দিয়েছেন মোদী।
মঙ্গলবার সন্ধ্যায় মোদী বলেন, 'দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছে ভারত। আগামীকাল (আজ বুধবার) থেকে বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আগামী দিনেও সেই প্রক্রিয়া চলবে।'
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়েয় পক্ষ থেকে জানানো হয়, 'করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য' প্রতিবেশী এবং কয়েকটি বন্ধুরাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত। সে অনুযায়ী আগামীকাল (বুধবার) থেকে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিসেলসকে টিকা পাঠানো হবে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকেও টিকা পাঠাতে চলেছে ভারত। তবে এখনো সেই দু'দেশ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি।
তবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) কোভিশিল্ড নাকি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পাঠানো হচ্ছে, সে বিষয়ে জানানো হয়নি। নাম গোপন রাখার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ এবং মালদ্বীপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা পাঠানো হবে। জরুরি ভিত্তিতে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং প্রবীণদের টিকাকরণের জন্য মালদ্বীপে বুধবার ১০০,০০০ ডোজ কোভিশিল্ড পাঠানো হচ্ছে।
উপহার হিসেবে আগামী বৃহস্পতিবার ভারতের থেকে ২০ লাখ কোভিশিল্ডের ডোজ পাবে বাংলাদেশ। ভারত থেকে একটি বিশেষ বিমানে করে তা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।
কোভিশিল্ডের তিন কোটি ডোজের জন্য গত নভেম্বরে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশ সরকার এবং সেরাম চুক্তি করেছিল। আগামী মার্চে সেই টিকা পাঠানো হতে পারে বলে খবর রয়েছে। তবে বিষয়টি নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস