দুই ডোজ ভ্যাকসিন গ্রহণে লং কোভিডের ঝুঁকি অর্ধেকে নেমে আসে: গবেষণা
দুই ডোজ ভ্যাকসিন গ্রহণে প্রাপ্তবয়স্কদের লং কোভিডে ভোগার সম্ভাবনা অর্ধেক কমে যাওয়ার কথা জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা। একই গবেষণায় পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিন গ্রহণের পর কোভিড আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৭৩ শতাংশ এবং গুরুতর উপসর্গের সম্ভাবনা এক-তৃতীয়াংশ (৩১ শতাংশ) পর্যন্ত কমে যায় বলে জানা গেছে।
গবেষকরা গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত ২০ লাখ অংশগ্রহণকারীর ভ্যাকসিনেশন তথ্য, উপসর্গ ও নমুনা পরীক্ষার তথ্য বিশ্লেষণ করেন। ইউকে জোই কোভিড সিম্পটম স্টাডি অ্যাপে তারা এই তথ্য দেন।
অ্যাপ ব্যবহারকারী ছয় হাজার ৩০ জন দ্বিতীয় ডোজ গ্রহণের আগে এবং প্রথম ডোজ নেওয়ার অন্তত ১৪ দিন পর করোনা শনাক্তের কথা জানান। অন্যদিকে, দ্বিতীয় ডোজ গ্রহণের অন্তত সাতদিন পর দুই হাজার ৩৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়।
গবেষণায় বলা হয় যে, টিকাগ্রহণকারীদের মধ্যে ঘ্রাণশক্তি হারানো, কাশি, জ্বর, মাথাব্যথা এবং দুর্বলতার মতো সাধারণ উপসর্গ খুবই কম ও মৃদু মাত্রায় দেখা গেছে।
এছাড়া, তাদের মধ্যে অসুস্থতার প্রথম সপ্তাহেই একাধিক উপসর্গ দেখা দেওয়ার ঘটনাও অর্ধেকে নেমে আসে।
যারা টিকা দেয়নি তাদের তুলনায় প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে হাঁচি দেওয়াই একমাত্র সাধারণ উপসর্গ ছিল।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে টিকা গ্রহণ না করাদের তুলনায় প্রায় কোনো উপসর্গই দেখা দেয়নি।
চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণাটিতে বলা হয় যে, "দুই ডোজ নেওয়ার পর সংক্রমিত হলে ২৮ দিন বা তার বেশি সময় উপসর্গ থাকার সম্ভাবনা প্রায় অর্ধেক হয়ে যায়।"
"সার্বিকভাবে সংক্রমণ ঝুঁকি কমার পাশাপাশি ফলাফলে দেখা যায় যে, দুই ডোজ গ্রহণকারীদের লং কোভিড হওয়ার ঝুঁকিও হ্রাস পায়।"
গবেষণায় আরও বলা হয় যে, "সকলের মধ্যে, টিকা না নেওয়াদের তুলনায় কোভিড টিকা গ্রহণকারীদের উপসর্গ তেমন দেখা যায়নি বললেই চলে। ভ্যাকসিনেটেড দলের মানুষের মধ্যেই উপসর্গহীন আক্রান্তদের সংখ্যা ছিল বেশি।"
গবেষক দল জানায়, তাদের তথ্যানুসারে অনুন্নত অঞ্চলে বসবাসরত, দুর্বল ও বয়স্করা এখনও উচ্চ ঝুঁকিতে রয়েছেন, কিন্তু টিকা গ্রহণকারীদের মধ্যে এই ভাইরাসের প্রভাব ছিল কম গুরুতর।
কিংস কলেজের অধ্যাপক ও জোই কোভিড স্টাডির প্রধান গবেষক টিম স্পেক্টর বলেন, "টিকাগ্রহণ দুই উপায়ে লং কোভিড হওয়া থেকে মানুষকে রক্ষা করছে।"
"প্রথমত, যেকোনো উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি আট থেকে ১০ গুণ কমছে। দ্বিতীয়ত, উপসর্গ দেখা দিলেও ইনফেকশন থেকে লং কোভিডে পরিণত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যাচ্ছে," বলেন তিনি।
- সূত্র: ডেইলি মেইল