শিশুদের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা তুলনামূলক কম: গবেষণা
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের কোভিড-১৯ এর ঝুঁকি তুলনামূলক কম।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির কনসালট্যান্ট শিশুরোগ বিশেষজ্ঞ শানেজ লাধানি জানিয়েছে, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) এসব তথ্য প্রকাশ করেছে। ওএনএস, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) ও ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এই গবেষণা পরিচালনা করেছে।
গবেষণাটির সঙ্গে যুক্ত লাধানি বলেন, "২০২০ সালে মার্চ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগামী শিক্ষার্থীদের ওপর চালানো জরিপে দেখা গেছে এদের বেশিরভাগই লং কোভিডে ভোগেনি। বিষয়টি বেশ স্বস্তিদায়ক"।
এই গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুরা কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য জটিলতায় কম ভোগে। এ কারণে মানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়া সম্ভব বিধায় শিশুদের স্কুল খোলা রাখা এখন গুরূত্বপূর্ণ।
গবেষণাটির সঙ্গে যুক্ত আরেকজন, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের (এলএসএইচটিএম) প্যাট্রিক গুইপদোপ দিজোমো বলেব, "এ গবেষণার ফলাফলে শিশু ও তরুণদের মধ্যে কোভিড-১৯ এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে"।