নেভাদায় ট্রাম্প ব্যবধান কমিয়েছেন, তবে বৃহস্পতিবারের আগে আর ফল জানা যাবে না
চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতটা সহজ ব্যবধানের হবে ধারণা করা হয়েছিল, পরিস্থিতি মোড় নিয়েছে তার বিপরীত দিকে। আজ বুধবার সকালেও (স্থানীয় সময়) ভোট গণনা চলছে দেশটির নানা অঙ্গরাজ্যে।
ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন রেকর্ড সংখ্যক নাগরিক। নজিরবিহীন সংখ্যায় ডাকের মাধ্যমে ভোটও দিয়েছেন এবার মার্কিনীরা। তাই ভোট গোণার জটিলতাও বেড়েছে। এরমধ্যেই অবশ্য কিছু কিছু রাজ্যের ভোটাভুটি কার পক্ষে গেছে তার আভাস দিচ্ছে দেশটির গণমাধ্যম সূত্রগুলো।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নেভাদায় ট্রাম্পের চাইতে কিছুটা এগিয়ে ছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। কিন্তু, সেই ব্যবধান এখন নেমে এসেছে মাত্র ৮ হাজার ভোট বা দশমিক ৬৪ শতকরা পয়েন্টে। ব্যালট রিটার্নের সাম্প্রতিক গণনার প্রেক্ষিতে এসম্পর্কে নিশ্চিত করে রাজ্য প্রশাসন।
পুরো দেশের মতো নেভাদায় ভোট গ্রহণ শেষ হলেও, চূড়ান্ত বিজয়ী ঘোষণা করার সময় এখনও আসেনি। এখনও গোণা বাকি ডাকের মাধ্যমে আসা লাখ লাখ ব্যালট। রাজ্যটির ক্লার্ক কাউন্টির মতো কিছু নগরাঞ্চলে ডেমোক্রেট দলের শক্ত সমর্থন রয়েছে, এবং ডাকের মাধ্যমে তাদের অনেকেই ভোট দিয়েছেন। এসব ভোট হিসাব করার পর বাইডেন আরেকটু এগিয়ে যেতেও পারেন।
তবে নির্বাচনের দিন যারা ডাকে ভোট দিয়েছেম তাদের ভোট আগামী ১০ নভেম্বর পর্যন্ত গণনা করার সময়সীমা রয়েছে। আর এমনটা করা হলে জটিলতা চরম পর্যায়ে পৌঁছে যাবে।
ইতোমধ্যেই বুধবার সকালে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিরোধী রাজনৈতিক দলের প্রতি ভোট জালিয়াতির অভিযোগ এনে সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকিও দেন। এই অবস্থায় অস্থিতিশীলতা এবং সংঘাতের শঙ্কা করছেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা।
নেভাদার সেক্রেটারি অব স্টেট জানিয়েছেন, গত মঙ্গলবার নির্বাচনের দিন যারা সরাসরি ভোট দিয়েছেন বুধবার সেই ভোটের ফল ঘোষণা করা হয়। সঙ্গে ছিল সোমবার নাগাদ ডাকে পাওয়া ব্যালট। পরবর্তী আপডেট দেওয়া হবে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায়।
- সূত্র: ব্লুমবার্গ