প্রীতি ফুটবল ম্যাচে ধাক্কা দেওয়ায় গোলাগুলি, নিহত ১৬
নববর্ষ উপলক্ষ্যে মেক্সিকোর একটি কারাগারে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচের। বন্দী কয়েদিদের উৎসবের আমেজ মুহুর্তেই বিষাদে পরিণত হয় ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটি ঘটনায়।
পেনাল্টি বক্সের ভেতরে করা ওই ‘ফাউল’ মেনে নিতে না পেরে গুলি চালাতে শুরু করে এক পক্ষের সমর্থকরা। পাল্টা গুলি ছোঁড়ে অন্যপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিরাপত্তাকর্মীরাও। ফলশ্রুতিতে রক্ত রঞ্জিত হয় পুরো কারাগার এলাকা। প্রাণ যায় ১৬ জনের।
ঘটনাটি ঘটে মেক্সিকোর উত্তর মধ্যাঞ্চলীয় জাকাতিকাস রাজ্যের সিনেগুইলাস শহরের ভারোনিল কারাগারে। ওই কারাগারে মেক্সিকোর প্রধান প্রধান মাদক ব্যবসায়ীদের দলসহ শতশত অপরাধী থাকে।
অপরাধীদের এই দলগুলোর মধ্যে শত্রুতা কমিয়ে আনতে কারাগার কর্তৃপক্ষ একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। সারাদিন জেলখানাতেই পরিবারের সদস্যদের সাথে কাটিয়ে নববর্ষের দিন সন্ধ্যায় লস জিতাস এবং গালফ কার্টেল নামে দুটি দলে ভাগ হয়ে মাঠে নামে ওই কয়েদিরা। এরপরই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় সেখানে শুরু হয় মাদকব্যবসায়ী দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী এ সংঘাত।
টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দাঙ্গা পুলিশ ও কারা নিরাপত্তারক্ষীরা। এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৫ জন মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ছুরি, হাতুড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রক্তক্ষয়ী এ সংঘাতের পর একটি পক্ষের ১২০ জন কয়েদিকে অন্য একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মেক্সিকোর জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল ক্যামবেরস বলেন, সংঘর্ষের আগে ও সংঘর্ষের সময় কারাগারে দায়িত্বপালনকারী সকল সদস্যদের তদন্তের আওতায় নিয়ে আসা হবে। তিন দশকের পুরনো এই কারাগারের নিরাপত্তা আরও বৃদ্ধি করার ঘোষণাও দেন তিনি।