বছরে শত কোটির বেশি ভ্যাকসিন ডোজ উৎপাদন করবে চীন
আগামী বছর নাগাদ চীনের কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাৎসরিক একশ' কোটি ডোজ ছাড়িয়ে যাবে। দেশটির সরকার কোভিড প্রতিষেধক উৎপাদনে নতুন কারখানা নির্মাণ ও আধুনিকায়নের ক্ষিপ্রগতির এক উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমেই টিকা উৎপাদনে গতি অর্জন করবে চীন- আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমন কথা জানান চীনের শীর্ষ এক জনস্বাস্থ্য কর্মকর্তা।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের- ডেভেলপমেন্ট সেন্টার ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক ঝেং জংওয়েই নামের এ কর্মকর্তা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
এসময় তিনি জানান, চলতি বছরের শেষ দিকে চীনের ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা ৬১ কোটি ডোজ হবে। কিন্তু, সরকার তা নিয়ে সন্তুষ্ট নয়। দ্রুতগতিতে উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
'ফলে আগামী বছর আমাদের (কোভিড) টিকা উৎপাদনের সক্ষমতা বাৎসরিক শত কোটি ডোজ ছাড়িয়ে যাবে' সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। খবর এপির।
অবশ্য, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার নতুন ক্ষেত্র কিনা সেবিষয়ে কিছু বলেননি জংওয়েই। ইতোপূর্বে, যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই ফার্মা জায়ান্ট ফাইজার এবং মডের্না ইঙ্ক উভয়েই ২০২১ সাল নাগাদ একশ' কোটি ডোজ উৎপাদনের ঘোষণা দিয়েছিল।
তবে জংওয়েই বলেছেন, উৎপাদন যে পরিমাণেই হোক- সবার আগে স্বাস্থ্যকর্মী, সীমান্তরক্ষী এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। তারপর তা সর্বসাধারণের মধ্যে দেওয়া হবে।
চীন সরকার শুরু থেকেই টিকা পরীক্ষায় উন্নত গবেষণাগার এবং তা উৎপাদনে বৃহৎ কারখানা স্থাপন উৎসাহিত করেছে। অগ্রগতি পর্যবেক্ষণে প্রতিষ্ঠিত হয়েছে স্বতন্ত্র একটি নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে প্রায় ১১টির বেশি প্রার্থী ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে চীন। এদের মধ্যে চারটি আছে পরীক্ষার সর্বশেষ ধাপ বা তৃতীয় পর্যায়ে।
গবেষণাধীন এসব টিকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; দেশটির বেসরকারি কোম্পানি সাইনোভ্যাকের তৈরি করোনাভ্যাক প্রার্থী টিকা। রাজধানী বেইজিংয়ে স্থাপিত একটি সুরক্ষিত কারাখানায় এটি উৎপাদন শুরু করা হয়েছে।
গত বৃহস্পতিবার সাইনোভ্যাকের চেয়ারম্যান ইন ওয়েইডং বলেছিলেন, মাত্র কয়েক মাসেই নতুন এ কারখানা স্থাপন করা হয়, এবং আগামীতে চাহিদার বিবেচনায় আরও কারখানা স্থাপন করা হবে।
কিছু দেশ ইতোমধ্যেই টিকা গবেষণা ও উৎপাদনের গতি বাড়িয়েছে। যার মধ্যে শীর্ষে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এছাড়া, ১৫০টি দেশ যোগ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) টিকা জোট- কোভাক্স-এ।
জোটটি বছরে ২শ' কোটি ডোজ টিকা উৎপাদন করে, প্রথম বছরেই অন্তত বিশ্বের ২০ শতাংশ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে এর আওতায় আনতে চায়। এই চাহিদা একটি অপার বাণিজ্যিক সম্ভাবনাও সৃষ্টি করেছে ফার্মা জায়ান্টদের জন্য।
হু' মহাপরিচআলোক তেদ্রোস আধানম ঘেব্রেইসাস চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, 'কোভাক্স জোটের মূল লক্ষ্য; কিছু দেশের সকল মানুষের চাইতে- সব দেশের কিছু মানুষ যাতে টিকা পায়- তা সুনিশ্চিত করা।'