মারা গেছেন জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি রবার্ট মুগাবে
জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে মারা গেছেন। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য অনুযায়ী, জিম্বাবুয়ের বর্তমান রাষ্ট্রপতি ইমারসন এমনানগাগোয়ার তার অফিসিয়াল টুইটার পেইজে মুগাবের মৃত্যুর সংবাদ জানান।
এছাড়াও জিম্বাবুয়ের শিক্ষা সচিব ফাদাজায়ি মাহেরি মুগাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, রবার্ট মুগাবে।’
রবার্ট মুগাবে তৎকালীন রোডেশিয়া সরকারের সমালোচনা করার জন্য ১৯৬৪ সাল থেকে ১ দশকেরও বেশি সময় কারাবাস করেন। ১৯৭৩ সালে কারাগারে থাকা অবস্থায়ই আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন (জেডএএনইউ) এর পক্ষ থেকে মুগাবেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এ দলটির তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
১৯৮০ সাল থেকে দুই মেয়াদে প্রায় ৩৭ বছর জিম্বাবুয়ে শাসন করেছেন রবার্ট মুগাবে। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই পদেই দায়িত্ব পালন করেছেন আলোচিত এ নেতা।
২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানে মুগাবে তার দীর্ঘ তিন দশকের শাসন ক্ষমতা হারান।
তবে, তার আগেই পদত্যাগের শর্ত হিসেবে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে নিয়েছিলেন তিনি।
শেষ সময়টুকু নিজ দেশে কাটানোর ইচ্ছা থাকলেও সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।