রাম মন্দিরের পক্ষে অযোধ্যা মামলার রায়, মুসলিমরা পাবে বিকল্প জমি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট, যাতে বিতর্কিত ওই ভূমি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দিচ্ছে আদালত।
বিপরীতে মামলার অন্যপক্ষ, মুসলিমদেরকে মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি দেওয়ার কথাও বলা হয়েছে রায়ে।
গত ১৬ অক্টোবর ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা জমি বিতর্কের শুনানি শেষ করে। এরপর আজই রায় এলো ঐতিহাসিক এই মামলার।
বিতর্কিত ওই জমির মালিকানা নিয়ে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের লোকজন গত কয়েক যুগ ধরে এই মামলা লড়ছিল।
কয়েক দশক ধরে আদালতে বিচারাধীন থেকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে আছে এ অযোধ্যা মামলা। ২ দশমিক ৭৭ একর জমি নিয়ে এ দ্বন্দ্ব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ই এ জমির দাবিদার ।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে মুসলিমরা ষোড়শ দশকে বাবরী মসজিদ নির্মাণ করে। সেকারণে ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি গুড়িয়ে দেয়। মসজিদ ভাঙা নিয়ে হিন্দু-মুসলিম সহিংসতায় ভারতজুড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই রাম মন্দির ও বাবরি মসজিদের বিষয়টি ছিল ১৯৮০’র দশকের অন্যতম রাজনৈতিক ইস্যু।
চলতি বছরের শুরুতে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টায় ভারতের সুপ্রিম কোর্ট এর জন্য একটি কমিটি গঠন করলেও সে চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে আগস্ট থেকে অযোধ্যা মামলার নিয়মিত শুনানি শুরু হয়।