সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন কি
চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।
এ ভাইরাসে চীনে এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে।
এমন পরিস্থিতিতে ভাইরাস মোকাবিলায় টিকা উদ্ভাবনের চেষ্টায় আছেন বিজ্ঞানীরা। তবে খুব তাড়াতাড়ি সে সম্ভাবনা নেই।
তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সতর্কতা। এ সতর্কতার গুরুত্বপূর্ণ অংশ মুখে মাস্ক পরা। কিন্তু সেই মাস্ক সঠিকভাবে পরতে জানেন না অনেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী মাস্ক পরার সঠিক পদ্ধতি জানিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞ ও হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক সেতো উইং হং।
এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এতে হং বলেন, প্রথমত সঠিক মাস্ক বাছাই করতে হবে।
বিভিন্ন ওষুধের দোকানে সার্জিক্যাল মাস্ক পাওয়া যায়। এগুলোর বাইরের অংশ নীল ও ভেতরের অংশ সাদা।
হং বলেন, মাস্কের নীল অংশটা পানি প্রতিরোধী (ওয়াটার প্রুফ)। আর ভেতরের (সাদা) অংশ নাক থেকে বের হওয়া পদার্থ শুষে নেয় (অ্যাবসরবেন্ট)। কেউ কাশি দিলে ভেতরের অংশটা সেটা শুষে নেয়।
এ গবেষক বলেন, সঠিকভাবে মাস্ক পরার নিয়ম হলো নীল অংশটা বাইরে ও সাদা অংশটা ভেতরে থাকবে।
তিনি বলেন, মাস্ক পরার পর উপরের দিকে একটা ধাতব বস্তু থাকে। সেটা চাপ দিয়ে নাকের সঙ্গে ভালোভাবে আটকে পরতে হবে। এরপর মাস্কটাকে টেনে থুতনি পর্যন্ত নিতে হবে।
হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক জানান, মাস্ক মুখ থেকে টেনে গলার নিচে নামানো উচিত নয়। খোলার সময় দুই পাশের ফিতা ধরে মাস্কটিকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তারপর হাত পরিষ্কার করে নিতে হবে।