সৌদি ও আমিরাতে ভ্যাকসিন পরীক্ষার ঘোষণা দিল রাশিয়া
সুরক্ষা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ কোভিড-১৯ মোকাবিলায় তৈরি নিজস্ব ভ্যাকসিন মধ্যপ্রাচ্যের দুই দেশ; সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পরীক্ষামূলক প্রয়োগ করার কথা জানিয়েছে রাশিয়া।
গত মঙ্গলবার অনুমোদনের সময় উদ্ভাবিত স্পুতনিক-ভি ভ্যাকসিনটি করোনাভাইরাসের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, এমন দাবি করেছিল রাশিয়া। কিন্তু, পশ্চিমা বিশেষজ্ঞরা অতিদ্রুত গতিতে সম্পন্ন ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, রুশ বিজ্ঞানীরা গবেষণা প্রক্রিয়ার অনেক প্রচলিত নিয়ম ভঙ্গ করে- ভ্যাকসিনটি তৈরি করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল (আরডিআইএফ) ভ্যাকসিন গবেষণায় বিনিয়োগ করে। মঙ্গলবার স্পুতনিক-ভি অনুমোদন দেওয়ার সময় এটি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ শুরুর কথাও জানিয়েছিল- বিবিসি অ্যারাবিক।
আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিয়েভ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার থেকেই বিদেশি কিছু রাষ্ট্রে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল অনুষ্ঠিত হতে চলেছে।
''পরীক্ষার জন্য আমরা সৌদি এবং আমিরাতসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করেছি। এসব দেশের সহযোগী সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তিতে পরীক্ষা চালানো হবে'' জানান তিনি।
এসময় কিরিল আরো জানান, তার সংস্থার কাছে বিশ্বের প্রায় ২০টি দেশ- একশ' কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের অনুরোধ করেছে।