স্নায়ুযুদ্ধের আলোচিত গুপ্তচর জর্জ ব্লেকের মৃত্যু
স্নায়ুযুদ্ধ চলাকালীন সবথেকে আলোচিত ডাবল এজেন্টদের একজন বৃটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর সাবেক কর্মকর্তা জর্জ ব্লেক মারা গেছেন।
রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার বিকেলে বিবিসির এক খবরে বলা হয়, ৯৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
জর্জ ব্লেক দীর্ঘ ৯ বছর ধরে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের কাছে তথ্য পাচার করে গেছেন। তার কারণে এমআই-৬ কে হারাতে হয়েছিল অন্তত ৪০ জন এজেন্টকে। মূলত পূর্ব ইউরোপে চলমান মিশনগুলো সম্পর্কে তথ্য পাচার করতেন তিনি।
১৯৬০ সালে লন্ডনে তাকে কারাবন্দি করা হলেও ১৯৬৬ সালে তিনি জেল পালিয়ে রাশিয়ায় চলে যান।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা বলেছে, তাদের দেশের জন্য 'সত্যিকারের ভালোবাসা ছিলো ব্লেকের'।
১৯২২ সালের ১১ নভেম্বর নেদারল্যান্ডসের রটারড্যামে দুর্ধর্ষ এই গুপ্তচরের জন্ম। তার বাবা ছিলেন একজন স্প্যানিশ ইহুদি যিনি প্রথম বিশ্বযুদ্ধে বৃটিশদের সঙ্গে যুদ্ধ করেছেন। এরপর তাকে বৃটেনের নাগরিকত্ব দেয়া হয়।
ব্লেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃটিশ গোয়েন্দা বাহিনীতে যোগ দেন। ১৯৯০ সালে ব্লেক বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি অন্তত ৫০০ পশ্চিমা গোয়েন্দাকে হার মানিয়েছিলেন। তবে তার কারণে ৪২ গোয়েন্দার মৃত্যুর বিষয়টি তিনি অস্বীকার করেন।