৮ বছরের শিশুকে উদ্ধার করতে গিয়ে কুয়ায় পড়লেন ৩০ জন, নিহত ৩
খেলতে গিয়ে ৪০ ফুট গভীর কুয়াতে পড়ে যায় ৮ বছরের এক শিশু। তাকে বাঁচাতে ছুটে আসে পুরো গ্রাম, সকলেই কুয়া থেকে শিশুটিকে বের করার চেষ্টা চালাতে থাকেন।
কিন্তু এত মানুষের ভার একসাথে বইতে না পেরে কুয়ার সিমেন্টের তৈরী ঢাকনা ভেঙে পড়ে। ফলে শিশুটিকে উদ্ধার করতে গিয়ে ৩০ জনের মতো গ্রামবাসী পড়ে যান সেই কুয়াতেই। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে ঘটেছে এই ঘটনা।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি টুইট করে জানান যে, উদ্ধারকাজ চলছে।
এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক কর্মকর্তা জানিয়েছেন, ওই শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
- সূত্র- ভারতীয় গণমাধ্যম