উইঘুর 'গণহত্যার' পেছনে চীনা প্রেসিডেন্ট দায়ী: যুক্তরাজ্যভিত্তিক স্বাধীন ট্রাইবুনাল
চীনের শিনজিয়াংয়ে উইঘুর ও কাজাখ সম্প্রদায়ের উপর নিপীড়ণ চালানো ও গণহত্যার পেছনে প্রধানত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দায়ী বলে মন্তব্য করেছে আইনিজীবী ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত যুক্তরাজ্যভিত্তিক একটি ট্রাইবুনাল।
বৃহস্পতিবার উইঘুর ট্রাইবুনাল বলে, "গণপ্রজাতন্ত্রী চীন শিনজিয়াংয়ে উইঘুর, কাজাখ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের উপর অত্যাচার চালিয়েছে এবং গণহত্যার মতো অপরাধ করেছে। ট্রাইবুনাল মনে করে, এসবের পেছনে প্রধানত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং পিআরসি ও সিসিপির (চীনা কম্যুনিস্ট পার্টি) অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দায়ী।"
তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ আইনজীবী জিওফ্রে নাইসের নেতৃত্বাধীন এই উইঘুর ট্রাইবুনালের কারো উপর নিষেধাজ্ঞা জারি বা কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই।
জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর অনুমান, সাম্প্রতিক বছরগুলোতে চীনের শিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় দশ লাখ মানুষকে বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের।
প্রাথমিকভাবে চীন এসব ক্যাম্পের অস্তিত্বের কথা অস্বীকার করলেও পরবর্তীতে তারা দাবি করে, কারিগরি প্রশিক্ষণ এবং চরমপন্থা মোকাবিলার জন্য এই ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে চীন জানায়, ক্যাম্পে থাকা সবাই এখন 'গ্র্যাজুয়েট' হয়েছে।
২০২০ সালের জুনে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডব্লিউসি) জিওফ্রে নাইসকে একটি স্বাধীন ট্রাইবুনাল গঠন করে চীনের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করার আহ্বান জানায়।
শিনজিয়াংসহ সারা বিশ্বের উইঘুর সম্প্রদায়ের মানুষের অধিকার নিয়ে কাজ করে জার্মানির মিউনিখভিত্তিক সংস্থা ডব্লিউসি। বৃহস্পতিবার ট্রাইবুনালের দেওয়া রায়কে তারা স্বাগতম জানিয়েছে।
এদিকে ট্রাইবুনালের রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে তারা ডব্লিউসিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চীনবিরোধী শক্তির নিয়ন্ত্রণাধীন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলে প্রত্যাখান করেছে।
ট্রাইবুনালের দেওয়া রায়কে 'গুটিকয়েক ভাঁড়ের প্রদর্শিত এক রাজনৈতিক প্রহসন' উল্লেখ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "এই তথাকথিত আদালতের কোনো আইনি ভিত্তি বা বিশ্বাসযোগ্যতাই নেই।"
বরাবরই শিনজিয়াংয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায় প্রবলভাবে অস্বীকার করে আসছে চীন।
উইঘুর ট্রাইবুনাল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, "মিথ্যার আড়ালে কখনো সত্য চাপা থাকতে পারে না। কোনো আন্তর্জাতিক সম্প্রদায় বা কোনো শক্তিই শিনজিয়াংয়ের চলমান স্থিতিশীলতা ও উন্নয়নের গতিকে রুখে দিতে পারবে না।"
সূত্র: রয়টার্স