ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজ তৈরির ট্রায়াল শুরু করলো মডার্না
ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বুস্টার ডোজ তৈরির ট্রায়াল শুরু করেছে মডার্না। বুধবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানায় কোম্পানিটি।
এক একদিন আগেই ফাইজারও ওমিক্রন প্রতিরোধী বুস্টার ডোজ তৈরির ট্রায়াল শুরু করে।
কোম্পানিটি জানিয়েছে, বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের দেহে ৬ মাস পরই ভ্যাকসিনের কার্যকারিতা কমতে শুরু করে।
যদিও গবেষণায় দেখা গেছে যে, করোনার আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রন কম গুরুতর, এর সংক্রমণ হার বেশি। ফলে, বিশ্বের প্রায় সব দেশেই বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে প্রভাবিত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রমও।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯৯ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।
এর আগে, ২৫ জানুয়ারি ওমিক্রনের জন্য বুস্টার ডোজ তৈরির ট্রায়াল শুরু করে ফাইজার।
মডার্নার বুস্টার ডোজটি ১৮ বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হবে।
যারা ইতোমধ্যেই মডার্নার এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছে, এবং যারা মডার্নার দুটি ডোজের পাশাপাশি বুস্টার ডোজও পেয়েছে তাদেরকে দেওয়া হবে ট্রায়ালের এই ডোজ।
৩০০ জন ব্যক্তির ওপর এই গবেষণা চালানো হবে বলে জানিয়েছে তারা।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নেতৃত্বে তিনটি গবেষণায় দেখা গেছে, এমআরএনএ ভ্যাকসিন অর্থাৎ ফাইজার এবং মডার্নার তৃতীয় ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম।
- সূত্র: রয়টার্স