চীন ফেরত কোভিড পজিটিভ ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট মিলবে রোববারের মধ্যে
চীন থেকে আসা কোভিড পজিটিভ চার ব্যক্তির জিনোম সিকোয়েন্সের রিপোর্ট চলতি সপ্তাহের বৃহস্পতিবার কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে রোববারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তাহমিনা শিরিন বলেন, "কোভিড পজিটিভ চীনা চার নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিকোয়েন্সিংয়ের রেজাল্ট পরে জানানো হবে।"
দেশে এখনো ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি উল্লেখ করে তাহমিনা শিরিন বলেন, "সারা দেশ থেকে যারাই কোভিড পজিটিভ হোক, তাদের নমুনা জিনোম সিকোয়েন্স করার জন্য আইইডিসিআর এ পাঠাতে বলা হয়েছে।"
চীনে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএফ.৭ উপধরনের কারণে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে।
এই অবস্থায় নতুন ধরনকে 'অত্যন্ত সংক্রামক' উল্লেখ করে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
নতুন এ সাব-ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে অন্যান্য দেশের মত বাংলাদেশও দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে কোভিড-১৯ পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে, এই অবস্থায় মানুষের অহেতুক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে চীন ও ভারতের পরিস্থিতি অবনতি হওয়ায় সতর্ক থাকতে হবে।