রতন টাটাকে নতুন বৈদ্যুতিক ন্যানো উপহার দিলো ইলেকট্রা ইভি
সম্প্রতি ভারতীয় শিল্পপতি রতন টাটার একটি ছবি প্রকাশ করেছে দেশটির পুনে ভিত্তিক গাড়ি নির্মাণ সংস্থা ইলেকট্রা ইভি। ছবিতে দেখা যাচ্ছে, রতন টাটা তার সহকারী শান্তনু নাইডুর সঙ্গে একটি ইলেক্ট্রিক ন্যানোর পাশে দাঁড়িয়ে আছেন। গাড়িটি বানিয়েছেও ইলেকট্রা ইভি নামের ওই সংস্থা।
টাটা মোটর্স ও অন্যান্য অটোমেকার্সদের জন্য ইভি পাওয়াট্রেইন সরবরাহ করে থাকে রতন টাটার নিজের গড়া প্রতিষ্ঠান ইলেকট্রা ইভি।
এ বিষয়ে সংস্থাটি লিঙ্কডিনে ছবি প্রকাশ করে লিখেছে, "টিম ইলেকট্রা ইভির জন্য এটি সত্যিকার অর্থেই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইলেকট্রা ইভির পাওয়ারট্রেন ইঞ্জিনিয়ারিং শক্তিতে চালিত কাস্টম-বিল্ট ৭২ভি ন্যানো ইভিতে চড়েছেন আমাদের প্রতিষ্ঠাতা! জনাব টাটাকে ন্যানো ইভি দিতে পেরে এবং তার অমূল্য প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত গর্বিত।"
লিঙ্কডিনের ওই পোস্টের নিচে শান্তনু নাইডুও বৈদ্যুতিক গাড়িটির পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
বর্তমানে ইলেকট্রা ইভির দুটি মডেলের যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি রয়েছে। এরমধ্যে একটি নেক্সন ইভি, অন্যটি টাইগর ইভি। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈদ্যুতিক গাড়ির আরও উন্নয়নের জন্য সরকারকে অবশ্যই দেশের অবকাঠামো উন্নয়ন করতে হবে। শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত সংখ্যক দ্রুত চার্জিং স্টেশন এবং বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য আরও ভাল ট্যাক্স ইনসেনটিভের ব্যবস্থা রাখতে হবে।
- সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস