পুতিনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি
জেলেনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নিকিফোরভ শনিবার বলেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
সংবাদমাধ্যম তাস এর রিপোর্ট অনুযায়ী, "আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি- এমন কোনো অভিযোগ সত্য নয়। ইউক্রেন সবসময়ই শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং আছে। এই অবস্থানে আমরা অটল। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।"
তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এ কথা বলেন তিনি।
নিকোফোরভের মতে, আলোচনার স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, ততো তাড়াতাড়িই স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার সম্ভাবনা বাড়বে, উল্লেখ করেন তিনি।
রাশিয়ার প্রেসিডেনশিয়াল প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, পুতিন ইউক্রেনের সাথে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। কিন্তু, ইউক্রেন ওয়ার্সতে আলোচনায় বসতে চায়। কিন্তু এরপরই তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সকালে একটি টেলিভিশন ভাষণে বলেন, ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে তিনি কিয়েভে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
'আট বছর ধরে কিয়েভ শাসন দ্বারা যারা গণহত্যা ও অত্যাচারের শিকার' হচ্ছেন তাদের রক্ষা করতে এই অভিযান চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ইউক্রেনের অঞ্চলগুলো দখলের কোনো পরিকল্পনা নেই মস্কোর, বলেছিলেন তিনি।
এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আশ্বস্ত করে জানায়, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় শহরগুলোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে না। তারা মূলত ইউক্রেনীয় সামরিক অবকাঠামোকে অক্ষম করার জন্যেই লড়াই করছে। বেসামরিক জনগণের জন্য কোনো হুমকি না তারা।