ইউক্রেনের খেরসন দখল করে নিয়েছে রুশ বাহিনী
বুধবার (২ মার্চ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসন দখল করে নিয়েছে রুশ সেনারা। শহরের মেয়র ইগর কোলিখায়েভ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
সপ্তাহ ধরে চলতে থাকা আগ্রাসনের মুখে খেরসনই ইউক্রেনের প্রথম কোনো বড় শহর, যা এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।
মেয়র কোলিখায়েভ বলেন, রুশ সৈন্যরা নগর পরিষদ ভবনে জোরপূর্বক প্রবেশ করে, শহরের বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে।
ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে বুধবারের লড়াই ছিল সবচেয়ে ধ্বংসাত্মক। বেশ কয়েকটি শহরে তীব্র গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইউক্রেনে রুশ আগ্রাসনে সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে।
রাশিয়া প্রথমবারের মতো স্বীকার করেছে, ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের সময় ব্যপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪৯৮ সেনা নিহত হওয়ার পাশাপাশি ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে ইউক্রেনের দাবি, রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ তারচেয়েও বেশি।
ইউক্রেন জানিয়েছে, গত বৃহস্পতিবার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি বেসামরিক লোক মারা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, চলমান সংঘাতের কারণে অন্তত ১ লাখ মানুষ ঘরবাড়ি ফেলে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, খেরসনের জনসংখ্যা ২ লাখ ৮০ হাজারের বেশি। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে খারকিভ, খেরসন ও লাইকোলাইভের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো।
- সূত্র: বিবিসি