যুদ্ধের মধ্যেই ইউক্রেন সফরের দাবি চেচেন নেতা কাদিরভের
চলমান যুদ্ধের মাঝেই ইউক্রেন সফরের দাবি করেছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত চেচেন সেনাদের সঙ্গে দেখা করতেই তিনি ইউক্রেনে গিয়েছিলেন বলে দাবি করেছেন। খবর আল জাজিরার।
চেচেন টেলিভিশন চ্যানেল গ্রোজনি রোববার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে কাদিরভকে সামরিক ইউনিফর্মে একটি অন্ধকার ঘরে চেচেন সেনাদের সঙ্গে সামরিক অভিযান নিয়ে আলোচনা করতে দেখা যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৭ কিলোমিটার দূরে একটি জায়গায় সামরিক অভিযান পরিচালনা করা নিয়ে সেনাদের সঙ্গে তখন আলোচনা করছিলেন তিনি।
বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদন অনুযায়ী, কাদিরভ নিজেও ভিডিওটি পোস্ট করেছেন। কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটিতে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর প্রথম দিনেই রাশিয়ার সামরিক বাহিনী ওই বিমানঘাঁটি দখল করে নিয়েছিল।
তবে আল জাজিরা জানিয়েছে, কাদিরভের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কাদিরভ লিখেছেন, "অন্য দিন আমরা কিয়েভ নাৎসিদের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিলাম; কিন্তু এখন আমরা অনেক কাছাকাছি।"
তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, আত্মসমার্পণ না করলে তারা শেষ হয়ে যাবে।
গেল ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 'বিশেষ সামরিক অভিযান'-এর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেন বাধা দিলে, রাজধানী কিভেয়েও সামরিক আগ্রাসন চালাতে শুরু করে রুশ বাহিনী। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের লাগাম টানতে কয়েক দফা শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত তেমন উল্লেখযোগ্য ফলাফল মেলেনি।
- সূত্র: আল জাজিরা