রাশিয়ায় যোগ দেওয়ার কথা ভাবছে নবীন প্রজাতন্ত্র লুহানস্ক রিপাবলিক!
ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ অঞ্চলের লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এখন 'নিকট ভবিষ্যতে' রাশিয়ায় যোগ দেয়ার জন্য গণভোট আয়োজন করার কথা ভাবছে বলে জানিয়েছেন অঞ্চলটির নেতারা।
তবে এ দাবি মেনে নেবে কি না, তার ইঙ্গিত দেয়নি ক্রেমলিন। পুতিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও বাকি বিশ্বের প্রায় সব রাষ্ট্রই এখনও দনবাসকে ইউক্রেনের অংশ বলেই বিচেচনা করে।
লুহানস্কের নেতা লিওনিদ পাসেচনিক সাংবাদিকদের বলেন, 'নিকট ভবিষ্যতে প্রজাতন্ত্রে গণভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার ব্যাপারে মতামত দেবে।'
পাসেচনিক আরও বলেন, তিনি আগে থেকেই নিশ্চিত ছিলেন যে ঠিক এমনটাই ঘটবে।
লুহানস্কে এমন ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার সিনেটর আন্দ্রেই ক্লিশাস রোববার বলেন, নিজ নিজ সংবিধানের সঙ্গে সাঙ্ঘর্ষিক না হলে লুহানস্ক ও দোনেৎস্ক উভয়েরই রাশিয়ার সঙ্গে যোগ দিতে চাওয়ার অধিকার আছে।
তবে রাশিয়ান ডুমার কমনওয়েলথ অভ ইন্ডিপেনডেন্ট স্টেটস অ্যাফেয়ারস-এর প্রধান লিওনিদ কালাশনিকভ বলেছেন, লুহানস্কে গণভোট আয়োজনের সঠিক সময় নয় এখন।
- সূত্র: আরটি