নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, আহত ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সাবওয়ে স্টেশনে এলোপাথারি গোলাগুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালের রাশ আওয়ারে এ ঘটনা ঘটে।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহত ১৩ জনের মধ্যে ৫ জন বন্দুকের গুলিতে আহত হয়েছে। নিউইয়র্ক টাইমস জানায়, গোলাগুলির ঘটনায় এর বেশি তথ্য দেননি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র।
এদিকে আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস মাস্ক ও কমলা রঙয়ের কনস্ট্রাকশন ভেস্ট পরা একজনকে খুঁজছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, নিউইয়র্কের সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট সাবওয়ে স্টেশনের ভেতরে ধোঁয়ার খবর শুনে তারা ঘটনাস্থলে যান।
ট্রানজিট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের স্বার্থে ডি,এন ও আর লাইনের কার্যক্রমে দেরি হবে। শহরের সাবওয়ে স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা মেট্রোপলিটন পরিবহণ কর্তৃপক্ষও এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে।
চলতি বছরে নিউইয়র্ক শহরে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। জানুয়ারিতে মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব নেওয়ার পর থেকে বন্দুকধারীদের সহিংসতা একটি প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে।
নিউইয়র্ক পুলিশের হিসাবে, ৩ এপ্রিল পর্যন্ত অন্তত ২৬০টি গোলাগুলির ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তী এক সপ্তাহে তা বেড়ে ২৯৬ এ দাঁড়ায়।
সূত্র: নিউইয়র্ক টাইমস