মারিউপোলের ইউক্রেনীয় যোদ্ধাদের বিকেল নাগাদ আত্মসমর্পণের শেষ হুঁশিয়ারি রাশিয়ার
আজভ উপসাগর তীরের ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলে এখন অবস্থান করছে রুশ সেনারা। তাদের হাতে প্রায় সম্পূর্ণ শহরটির নিয়ন্ত্রণ। আক্রমণে কোণঠাসা ইউক্রেনীয় যোদ্ধারা একটি কারখানায় আশ্রয় নিয়ে রয়েছে এবং এপর্যন্ত আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছে। তাদের প্রতি শেষ হুঁশিয়ারি দিয়ে রুশ বাহিনী বলেছে, বাঁচতে চাইলে আজ ১৯ এপ্রিল মস্কো সময় বিকেলের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।
ইউক্রেনীয় ও তাদের সহযোগী বিদেশি যোদ্ধারা এখন শহরটির আজভস্তাল মেটালার্জিকাল প্লান্টে অবস্থান করছে।
মারিউপোল কয়েক সপ্তাহকালের বেশি সময় ধরে রুশ বাহিনী ঘিরে রাখে। প্রচণ্ড লড়াই চলে অবরুদ্ধ নগরীর দখল নিয়ে। এ শহরেই ইউক্রেন যুদ্ধে এপর্যন্ত সবচেয়ে তীব্র লড়াই হয়েছে, ধবংস হয়ে গেছে অধিকাংশ বসতবাড়ি ও অবকাঠামো।
গত সোমবার (১৮ এপ্রিল) ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, আজভস্তাল ইস্পাত কারখানার ভুগর্ভস্থ আশ্রয়স্থলে এক হাজার বেসামরিক নাগরিকও আশ্রয় নিয়েছে। কিয়েভ আরো দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণে থাকা ওই স্থাপনায় ভারী বোমাবর্ষণ করছে রাশিয়া।
এসব ঘটনার মধ্যেই মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনীয় ও বিদেশি যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, "যারা অস্ত্রসমর্পণ করবে, তারা বাঁচার নিশ্চিত সুযোগ পাবে।"
শর্ত অনুযায়ী, মস্কো সময় বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে সব সেনাকে ইস্পাত কারখানা থেকে বেড়িয়ে আসতে হবে। "তাদেরকে অবশ্যই অস্ত্র ও গোলাবারুদ রেখে আসতে হবে, এক্ষেত্রে কোনো ব্যতিক্রম সহ্য করা হবে না"- বিবৃতিতে বলা হয়।
মঙ্গলবার দিনের শুরুর দিকে রাশিয়া সমর্থিত ইউক্রেন থেকে বিচ্ছিন্নতাকামী ডনবাস অঞ্চলের যোদ্ধারা বলেছিল, তারা আজভস্তাল ইস্পাত কারাখানায় অভিযানের চেষ্টা করছে এবং খুব শিগগির এটির দখলও নিয়ে নেবে।
- সূত্র: রয়টার্স