আল্টিমেটাম শেষ, আজই মারিউপোল দখল করবে রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ মিত্র রমজান কাদিরভ জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ এপ্রিল) অবরুদ্ধ মারিউপোল শহর সম্পূর্ণভাবে দখল করে নেবে রাশিয়া। ইউক্রেন সেনা ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার পরেই এ কথা জানান তিনি। দুপুরের মধ্যেই রুশ বাহিনী অবরুদ্ধ শহর মারিউপোল প্রতিরোধের শেষ ঘাঁটি আজভস্টাল ইস্পাত কারখানা দখল করে নেবে, এমনটাই বলেছেন কাদিরভ। খবর রয়টার্সের।
এদিকে, আত্মসমর্পণের জন্য ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে বুধবার (২০ এপ্রিল)। রুশ সামরিক বাহিনী আল্টিমেটাম দিয়েছিল, এ সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যেকের জীবন বাঁচবে; অন্যাথায় মরতে হবে তাদের।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আলটিমেটামের সময় শেষ হওয়ার পর ইউক্রেন মারিউপোল শহরের সামরিক ও বেসামরিক লোকেদের সরিয়ে নিতে মস্কোর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে।
আট সপ্তাহ আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর মারিউপোলই সবচেয়ে বড় শহর, যা সম্পূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে বসেছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। জানা গেছে, ইতোমধ্যে ৫ মিলিয়নেরও বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে।
মারিউপোলের অবরুদ্ধ ইস্পাত কারখানায় অবস্থানরত ইউক্রেনীয় বাহিনী সম্পর্কে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান কাদিরভ বলেন, "মধ্যাহ্নভোজের আগে বা পরে, আজভস্টাল সম্পূর্ণরূপে রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।"
এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সাধারণ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা অব্যাহত রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরশহর মারিউপোলেই যুদ্ধের ভয়াবহতা দেখা গেছে সবচেয়ে বেশি। রুশ সেনারা শুরু থেকেই এই শহরের দখল নেওয়ার চেষ্টা করছে। মারিউপোল সম্পূর্ণভাবে দখল করতে পারলে কৌশলগত দিক থেকে ইউক্রেনকে একেবারে কোণঠাসা করতে পারবে রাশিয়া। কারণ দেশটির পূর্বাঞ্চল রয়েছে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে। ফলে মারিউপোল দখল করতে পারলে সহজেই ওই শহরের সঙ্গে রুশ দখলে থাকা ক্রিমিয়া অঞ্চলকে সংযুক্ত করতে পারে মস্কো। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রুশ দখলে রয়েছে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ।
- সূত্র: রয়টার্স