পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছেন আল জাজিরার প্যালেস্টাইনিয়ান-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী 'ঠান্ডা মাথায়' ও 'ইচ্ছাকৃতভাবে' ৫১ বছর বয়সি শিরিন আবু আকলেহকে গুলি করে। একই ঘটনায় শিরিনের প্রযোজকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তবে ইসরায়েল সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন, গোলাগুলি চলার সময় 'সম্ভবত' ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলি লাগে শিরিন ও তার প্রযোজকের গায়ে।
এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, এই ঘটনার জন্য তিনি পুরোপুরি ইসরায়েলি সরকারকেই দায়ী করেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার কয়েকজন সাংবাদিকের দেওয়া তথ্যানুসারে, আজ সকালে পশ্চিম তীরের জেনিনে খবর সংগ্রহ করছিলেন শিরিন। ওই সময় শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা।
অভিযান চলাকালে ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি লাগে শিরিনের গায়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তাঁর মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শিরিনের।
তবে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করছে, বুধবার সকালে তাদের সেনারা 'সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের' ধরতে জেনিনের শরণার্থী শিবিরে হামলা চালায়। তাদের দাবি, এ অভিযান চলাকালে ফিলিস্তিনি বন্দুকধারীরা [ইসরায়েলি] সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা নিক্ষেপ করে। এতে ফিলিস্তিনিদের চালানো গুলি লাগে শিরিনের গায়ে।
কিন্তু এ ঘটনায় গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনি সাংবাদিক, আল জাজিরার প্রযোজক আলি সামুদি বলেন, 'আমরা ইসরায়েলি সেনাদের অপারেশন ভিডিও করতে যাচ্ছিলাম। এ সময় ওরা আমাদের ওখান থেকে চলে যেতে কিংবা ভিডিও করা বন্ধ করতে না বলে হঠাৎ করেই গুলি চালায়।'
তিনি জানান, 'ঘটনাস্থলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক বাধাই আসেনি।'
শিরিন ছিলেন আল জাজিরার সুপরিচিত সাংবাদিক। ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের খবর পরিবেশনকারী এই সাংবাদিক ছিলেন টেলিভিশনের পর্দায় পরিচিত চেহারা।
শিরিনের মৃত্যুতে আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, 'এটি একটি নগ্ন হত্যাকাণ্ড। আন্তর্জাতিক আইন ও রীতি ভেঙে ইসরায়েলি দখলদার বাহিনী ঠান্ডা মাথায় ফিলিস্তিনে আল জাজিরার প্রতিনিধি শিরিন আবু আকলেহকে হত্যা করেছে। আজ সকালে তিনি যখন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন, নিজের সাংবাদিক পরিচয়ের চিহ্ন হিসেবে প্রেস জ্যাকেট পরে ছিলেন…তখনই তাকে লক্ষ্য করে গুলি করা হয়।'
- সূত্র: বিবিসি ও আল জাজিরা