রাশিয়ানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমারা: ল্যাভরভ
পশ্চিমা দেশগুলোর বর্তমান আচরণ 'রাশিয়ান বিশ্বের প্রতি সর্বাত্মক যুদ্ধ ঘোষণার' শামিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শুক্রবার (২৭ মে) রাশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রধানদের সাথে এক সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, রাশিয়ান সমাজ ও প্রধান রাজনৈতিক শক্তিগুলো এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানায়।
ল্যাভরভ বলেন, "পশ্চিমা শক্তি আমাদেরকে নিবৃত্ত করার জন্য তাদের প্রচেষ্টাকে 'দ্বিগুণ, তিনগুণ, ও চারগুণ' বাড়িয়ে তুলছে। এজন্য তারা একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে বৈশ্বিক মিডিয়ায় সম্পূর্ণ শঠ প্রোপাগান্ডা ছড়ানো ইত্যাদি পন্থা অবলম্বন করছে।"
কিছু সরকারের নিচুস্তরের রুশোফোবিয়া ছড়ানোর মাত্রা নজিরবিহীনভাবেন বেড়ে গিয়েছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ।
'পশ্চিমারা আমাদের বিরুদ্ধে, পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। এ তথ্য কেউ এখন আড়াল করারও চেষ্টা করে না আর,' বলেন তিনি।
ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়াকে 'খারিজ' করার পশ্চিমা এ নীতি দীর্ঘকাল ধরে চলবে।
জ্যেষ্ঠ এ কূটনৈতিক বলেন, রাশিয়া এ চাপের উত্তর দিয়েছে 'সব দেশপ্রেমিক শক্তির' একত্রীকরণের মাধ্যমে। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ে দেশটির জনগণের উত্তরোত্তর সমর্থনও এ চাপ মোকাবেলায় সহায়তা করেছে।
সূত্র: আরটি, তাস