অনন্য মাইলফলকে এনামুল জুনিয়র
দীর্ঘদিন জাতীয় দলে খেলা হয় না। তবে ক্রিকেটের সাথে আগের মতো করেই আছেন এনামুল হক জুনিয়র। বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। সেই ধারাবাহিকতায় এবার দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ হয়েছে তার।
৪৯৬ উইকেট নিয়ে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামে এনামুল। রংপুরের বিপক্ষে বুধবার ম্যাচের তৃতীয় দিনে জাহিদ জাভেদের উইকেট নিয়ে এনামুল পূর্ণ করেন ৫০০ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই রেকের্ডর মালিক হলেন এনামুল। এর আগে কেবল আব্দুর রাজ্জাক এই কীর্তি গড়েছেন। বর্তমানে বিসিবির নির্বাচকের দায়িত্বে থাকা রাজ্জাকের উইকেট ৬৩৪টি।
সিলেট বিভাগের হয়ে খেলা এনামুল প্রথম ইনিংসে পান ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতেই রংপুরের ব্যাটিং অর্ডারে আঘাত হানেন তিনি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ডানহাতি ব্যাটসম্যান জাভেদকে ফিরিয়ে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক। ড্রেসিংরুম থেকে বেরিয়ে সতীর্থরা তাকে অভিনন্দন জানান।
১৩৬তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন এনামুল। রাজ্জাক ৫০০ উইকেটের রেকর্ড গড়েন ১১৩তম ম্যাচে। এনামুলের প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট। বাঁহাতি এই স্পিনার ৩৪ বার নিয়েছেন পাঁচ উইকেট। এ ছাড়া ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ছয়বার।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ বোলারের চারজনই বাঁহাতি স্পিনার। রাজ্জাকের ৬৩৪ উইকেটের পর এনামুল আজ ৫০০ উইকেট পূর্ণ করলেন। ৩৯৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। চতুর্থ স্থানে থাকা মোশাররফ হোসেন রুবেলের উইকেটে ৩৯২টি। ৩৬৯ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন সাকলাইন সজীব।