অনুশীলনেই মৃত্যু ১৯ বছর বয়সী ফুটবলারের
করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্বই বন্দি অবস্থায়। বৈশ্বিক সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। লম্বা বিরতির পর শীর্ষ লিগগুলো মাঠে গড়ানোর সম্ভাবনা জেগেছে। অন্যান্য জায়গার মতো ফুটবলে ফেরার অপেক্ষায় ইতালিও।
বন্দি অবস্থা কাটিয়ে হয়তো শিগগিরই সেখানে ফুটবল ফিরবে। এমন সময় দুঃসংবাদ শুনলো সিরি এ'র ক্লাব আতালান্তা। তাদের ১৯ বছর বয়সী মিড ফিল্ডার আন্দ্রেয়া রিনালদি মারা গেছেন। অনুশীলন করা অবস্থাতে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন তরুণ এই ফুটবলার।
লকডাউন অবস্থায় বাইরে গিয়ে অনুশীলনের সুযোগ নেই। পেশাদার ফুটবলার হওয়ায় বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন রিনালদি। অন্যান্য দিনের মতো গত শুক্রবারও নিজের বাড়িতে অনুশীলন করছিলেন তিনি।
অনুশীলনের এক পর্যায়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় রিনালদির। এরপর ভারসেতে হাসাপাতালে নেওয়া হয় তাকে। তিনদিন হাসপাতালে থাকার পর সোমবার না ফেরার দেশে পাড়ি জমান প্রতিভাবান এই ফুটবলার।
১৩ বছর বয়সে আতালান্তার যুবপ্রকল্পে নাম লেখান রিনালদি। এই প্রকেল্পে বেশ কয়েক বছর কাটে তার। আতালান্তার হয়ে অনূর্ধ্ব-১৭ ও ইতালিয়ান সুপারকোপা জেতেন রিনালদি।
চলতি মৌসুমে আতালান্তা থেকে ধারে চতুর্থ স্তরের ক্লাব লেগনানো যান তিনি। ক্লাবটির মূল খেলোয়াড় হিসেবেই খেলছিলেন ইতালির কারাতে ব্রায়ানজাতে জন্ম নেওয়া রিনালদি।
রিনালদির মৃত্যুতে এক বিবৃতিতে লেগনানো বলেছে, 'আকস্মিক ও হৃদয় বিদারক ঘটনা, এটা কল্পনা করাও অসম্ভব। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনদিন ধরে যুদ্ধ করছিল রিনালদি। দুর্ভাগ্যবসত সেখানে কিছুই করার ছিল না।'
আতালান্তা তাদের বিব্রতিতে বলেছে, 'সব সময় পাওয়া যেত তাকে, খুবই ইতিবাচক মানসিকতার মানুষ সে। সে জানতো কীভাবে সবার পছন্দের পাত্র হতে হয়। খেলার মাঠে হার মানার ক্ষেত্রে তুমি সবার শেষে থাকতে। এবারও দ্রুত হার না মানতে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে লড়েছো।'