রোনালদোর বিরল রেকর্ড
আগের ম্যাচে ভেরোনার বিপক্ষে ড্র করে চাপেই পড়ে গিয়েছিল জুভেন্টাস। সিরি 'এ'র শিরোপার লড়াইয়ে টিকে থাকতে স্পেৎসিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ইতালিয়ান চ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তারা। স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের হয়ে গোল করেছেন আলভারো মোরাতা, ফেদেরিকো কিয়েসা ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন রোনালদো।
রোনালদো ক্লাব ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি টানা ১২ মৌসুমে ২০টি করে গোলের মালিক হলেন। ইউরোপের সেরা লিগগুলোয় এমন কীর্তি গড়া হয়নি আর কারও। সিরি 'এ'তে জুভেন্টাসের জার্সিতে ম্যাচের সঙ্গে গোলসংখ্যা মিলিয়ে নিয়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। সিরি 'এ'তে সর্বশেষ ৪৮ ম্যাচে ৪৮ গোল হলো রোনালদোর।
২০০৯-১০ মৌসুম থেকে চলমান ২০২০-২১ মৌসুম পর্যন্ত ২০টি বা তার বেশি গোল করেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে ৯টি মৌসুম ও জুভেন্টাসের হয়ে সর্বশেষ ৩ মৌসুমে ২০টি বা তার বেশি গোল করলেন বর্তমান সময়ে অন্যতম সেরা এই ফুটবলার।
১২ মৌসুমের মধ্যে ২০১০-১১, ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে রোনালদো গোল করেন ৪০টির বেশি করে। সর্বোচ্চ ৪৮ গোল করেন ২০১৪-১৫ মৌসুমে। ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসে নাম লেখানো রোনালদো তুরিনের ক্লাবটির হয়ে সব ধরেনের প্রতিযোগিতায় ১১৯ ম্যাচে ৯২টি গোল করেছেন।
স্পেৎসিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও শুরুতে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল জুভেন্টাসের। স্পেৎসিয়ার লেফটব্যাক রিকার্দো মার্কিজ্জার একটা শট পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে কিছুটা হতাশও হয়ে পড়েছিল আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে গিয়ে অসাধারণ ফুটবল উপহার দেয় জুভেন্টাস। ম্যাচের ৬২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আলভারো মোরাতা। দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি দলটিকে। ৭১তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফেদেরিকো কিয়েসা। ৮৯তম মিনিটে গোল করেন রোনালদো।
২৪ ম্যাচে ১৭ জয়, ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। সমান ম্যাচ খেলা এসি মিলানের পয়েন্ট ৫২, তারা দুই নম্বরে। ২৪ ম্যাচে ১৪টি জয় পাওয়া জুভেন্টাস ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে।