অশান্ত ব্যাটিংয়ে শান্তর রেকর্ডময় সেঞ্চুরি
ছয় ম্যাচে মাত্র দুটিতে জয়। এমন অবস্থায় যেকোনো অধিনায়কই চাপে থাকবেন। মিনিস্টার গ্রুপ রাজশাহীর তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মাথাতেও ছিল চাপের বোঝা। কিন্তু চাপই যেন শক্তি হয়ে উঠলো, শান্ত হয়ে গেলেন অশান্ত। মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটকে তরবারিতে পরিণত করা বাঁহাতি এই ব্যাটসম্যান তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
টি-টোয়েন্টিতে তামিম ইকবালের পর শান্তই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যিনি একাধিক সেঞ্চুরির মালিক হলেন। রাজশাহীকে রান পাহাড়ে তোলার দিন ছক্কার রেকর্ডে তামিম ইকবালের পাশে নাম বসিয়েছেন বাঁহাতি এই ওপেনার। ২০১৯ বিপিএল ফাইনালে ৬১ বলে হার না মানা ১৪১ রান করার ইনিংসে ১১টি ছক্কা মেরেছিলেন তামিম। এবার তামিমের দলের বিপক্ষেই ১১টি ছক্কা মেরে রেকর্ডে ভাগ বসালেন শান্ত।
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও তামিমের দখলে। বিপিএলের ফাইনালে অবিশ্বাস্য ব্যাটিং করা বাংলাদেশ ওপেনার মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। শান্তুও পিছিয়ে নেই। গত বছর বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে দুই নম্বরে নাম বসান তিনি। এবার ৫২ বলে সেঞ্চুরি করে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন রাজশাহীর অধিনায়ক। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪টি চার ও ১১টি ছক্কায় ১০৯ রানে আউট হন শান্ত।
বিপিএল ফাইনালে ৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলার পর তামিম ইকবালে বলেছিলেন, 'সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। যা করতে চেয়েছি, তাই হয়েছে।' মঙ্গলবার দিনটি শান্তর জন্য এমনই ছিল। বাঁহাতি এই ওপেনার এদিন যেভাবে ব্যাট চালিয়েছেন, সেভাবেই রানের ফোয়ারা বয়ে গেছে। বরিশালের বোলাররা শুধু চেয়ে চেয়ে প্রতিপক্ষ অধিনায়কের ব্যাটিং শো দেখে গেছেন।
শান্তর ব্যাটিং তাণ্ডবের দিন রাজশাহী চড়েছে রান পাহাড়ে। ৭ উইকেটে ২২০ রান রান তুলেছে প্রথম দুই ম্যাচে জয়ের পারা টানা চারটিতে হার মানা দলটি। চলতি আসরে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এদিন শান্তর সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন রাজশাহীর আরেক ওপেনার আনিসুল হক ইমনও। মাত্র ১২.২ ওভারে ১৩১ রানের জুটি গড়েন শান্ত-ইমন। ২৩ বছর বয়সী ইমন ৩৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন।