অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয় চায় নিউজিল্যান্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি কঠিন শর্ত মানিয়ে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকা এসে আরও কয়েকটি শর্ত জুড়ে দেয় অজিরা। কোনো কিছুতেই আপত্তি দেখায়নি বিসিবি। দেশে ফিরে বাংলাদেশের আতিথেয়তা ও জৈব সুরক্ষা বলয়ের প্রশংসা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের চাওয়াও অজিদের মতো জৈব সুরক্ষা বলয়।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ক্রিকেটার, কোচিং স্টাফসহ সফরের বাকিদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে কিউইদের দাবিও অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয়। বিষয়টি জানানোর পর বিসিবি সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার বলেন, 'ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ধরনের। তাই তাদের চাহিদা অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয়। এটা দেওয়ার জন্য তারা বারবার বলছে। আমরাও চেষ্টা করছি একই রকম পরিবেশ রাখার। এটা শুধু এই দুই দলেরই নয়, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে যতটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজন করব।'
পুরো প্রক্রিয়ায় কিছু পরিবর্তন থাকবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। অস্ট্রেলিয়া ভাড়া করা বিমানে এসেছিল বলে তাদেরকে ইমিগ্রেশন করতে হয়নি। আলাদা ব্যবস্থায় ইমিগ্রেশন সারা হয়। কিন্তু নিউজিল্যান্ড আসবে কমার্শিয়াল ফ্লাইটে। এ কারণে তাদেরকে ইমিগ্রেশন করতে হবে।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'কিছু পরিবর্তন তো আছেই। অস্ট্রেলিয়া কিন্তু চার্টার্ড ফ্লাইটে এসেছিল, নিউজিল্যান্ডের পরিকল্পনা কমার্শিয়াল ফ্লাইটে আসার। সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। যেহেতু তারা কমার্শিয়াল ফ্লাইটে আসছে, তাই ইমিগ্রেশন বা অন্যান্য প্রক্রিয়া অস্ট্রেলিয়ার মতো হবে না। তাও চেষ্টা থাকবে পাবলিক কন্ট্রাক্ট যথা সম্ভব কমিয়ে যেন হোটেলে আনা যায়।'
টি-টোয়েন্টি সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার বিবেচনায় নিয়ে ম্যাচটি খেলতে চায় না তারা। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'দেশের বাইরে গেলে আমরা প্র্যাকটিস ম্যাচ চাই, যেন খেলোয়াড়রা কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। তাদেরও আমরা প্রস্তুতি ম্যাচের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বাড়তি জৈব সুরক্ষা বলয়ের বিষয় আছে। অন্য ভেন্যুতে খেলা, সেখানে সুরক্ষা বলয় পরিবেশ তৈরি করতে হবে। এই ব্যাপারে নিউজিল্যান্ড নিরুৎসাহী। তারা চাচ্ছে যত কম চলাফেরায় সিরিজটা শেষ করা যায়। এই ব্যাপারে আলোচনা হচ্ছে।'
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসছে তারা, এই দলটিতে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ নেই। সিরিজের সূচি চূড়ান্ত হলেও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি। জানা গেছে, চারটায় শুরু হতে পারে ম্যাচ। প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির হবে।