আগস্টে বিকেএসপিতে যুবাদের ক্যাম্প
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্ব জয়ের নেপথ্য গল্প সবারই জানা। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ক্যাম্প ও অনেক ম্যাচ খেলার কারণে প্রস্তুতি আর অভিজ্ঞতার ঝুলি দারুণ সমৃদ্ধ হয়েছিল আকবর আলীদের। যা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকায় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করে বাংলাদেশ যুবারা।
বিশ্বজয়ের পথটা চেনা হয়ে গেছে, ২০২২ যুব বিশ্বকাপেও শক্তিশালী দল পাঠাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনা অনুযায়ী এতদিন কার্যক্রম শুরু হয়ে যেতো। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে সেটা সম্ভব হয়নি। অবশ্য বসেও নেই বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি।
অনূর্ধ্ব-১৯ দল গড়তে আগস্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা করেছে গেম ডেভেলপমেন্ট কমিটি। ঈদুল আযহার পর শুরু হতে পারে এই ক্যাম্প। যদিও দেশের পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প শুরুর নির্দিষ্ট তারিখ জানাননি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
ক্যাম্প শুরুর পরিকল্পনা সাজাতে জুনিয়র নির্বাচকদের নিয়ে বুধবার বিসিবিতে বৈঠকে বসেছিলেন খালেদ মাহমুদ। বৈঠকের পর এক ভিডিওতে তিনি বলেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাত্র ১৬ মাস দূরে আছে। তো ওইটাকে মাথায় রেখে আলোচনা করেছি, যেহেতু কয়েক মাস পিছিয়ে গেছি।'
'আমরা মাঠে যেতে পারছি না, ট্রেনিংয়ের ব্যবস্থাও করতে পারছি না। কথা হয়েছে যে কী করতে পারি। ঈদের পর যদি দেশের পরিস্থিতি ভালো হয় এবং সরকার ও বোর্ড থেকে যদি অনুমতি দেওয়া হয়, তাহলে আমরা অনূর্ধ্ব-১৯ এর ক্যাম্পটা শুরু করতে চাই।'
ক্যাম্প আয়োজনের বিষয়ে খালেদ মাহমুদ বলেন, 'বিকেএসপিতে ইন্টারন্যাশনাল হোস্টেল পুরোটাই পেলে আগস্টের দিকে কোয়ারেন্টিন করে পুরোটা লকডাউন করে আগস্টের শেষে ক্যাম্প শুরু করলাম। চার সপ্তাহের একটা ট্রেনিং হবে। যেখানে আমাদের নির্বাচকরা যাবে। যেহেতু যুব ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্টটা হয়নি, সেহেতু ওয়ানডে সিলেকশনটাও হয়নি। কাজেই ক্যাম্প থেকে সিলেকশন করব, এমন ভাবনা।'
বিশ্বজয়ী যুব দল নিয়েও পরিকল্পনা আছে গেম ডেভেলপমেন্ট কমিটির। আকবরদের ইংল্যান্ডে ৬০ দিনের ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা বিসিবির। খালেদ মাহমুদ বলেন, 'ওদের অনেক ভালো কিছু করতে চাই। ইতোমধ্যে ইংল্যান্ডে আলাপ করেছি যে, ওখানে লম্বা সময় ক্যাম্প করতে পারি কিনা।'
করোনাভাইরাসের কারণে এবার প্রত্যাশিত সময়ে ক্যাম্প করা সম্ভব হয়নি বলে আগামী বছরের জুলাই থেকে ক্যাম্প করার পরিকল্পনা বিসিবি। খালেদ মাহমুদ বলছেন, 'জুলাই মাস এরমধ্যে শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবরে গিয়ে আপনি ওই কন্ডিশন পাবেন না। তো আমরা এখন থেকেই ভেবে রাখছি যে আগামী বছরের জুন-জুলাইয়ের দিকে যদি ৬০ দিনের ক্যাম্প করতে পারি।'
এই দুটি বিষয়ের বাইরে স্কুল ক্রিকেটের জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে একটা দীর্ঘ পরিসরের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বুধবারের বৈঠকে আলোচনা করেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি।