আগামী দুই সিরিজে চূড়ান্ত হবে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার
পুরো বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচন করা হয়ে থাকে। কিন্তু এবার সেই সুযোগটি পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের মার্চের পর সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। গত বছরের শেষের দিকে ঘরোয়া ক্রিকেট ফেরালেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দুটি সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখবে বিসিবি। এই দুই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২৮ মার্চ। অর্থাৎ, আগামী এপ্রিলে নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করবে বিসিবি।
এ বিষয়ে রোববার মিরপুরে আকরাম খান বলেন, 'প্রতিবছর আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু যেহেতু গত বছরের পারফরম্যান্স দেখতে পারছি না, বিধায় যারা চুক্তিতে আছেন, তাদের রেখে দুটি সিরিজ দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিব।'
গত বছরের মার্চে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ইমরুল কায়েস, আবু হায়দার রনি, খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম অনিক। মাশরাফি বিন মুর্তজা নিজে থেকেই নাম সরিয়ে নেন। আর নিষেধাজ্ঞায় থাকায় সাকিব আল হাসানের নাম বাদ দেওয়া হয়। যুক্ত করা হয় নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখকে।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ ও সৌম্য সরকার।