আবারও বাবা হলেন মাহমুদউল্লাহ, কন্যার বাবা হচ্ছেন সাকিব
আবারও বাবা হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এবারও মাহমুদউল্লাহ-মিষ্টি দম্পতির কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।
দ্বিতীয়বারের মতো ছেলে সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ নিজেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, গত রাতে আমরা দ্বিতীয় ছেলে সন্তান দ্বারা আশীর্বাদপুষ্ট হয়েছি। সবাই তার জন্য দোয়া করবেন।'
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসানও। দেশসেরা এই অলরাউন্ডার মঙ্গলবার তার মেয়ে আলাইনা হাসান অউব্রির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। পোস্ট করা ছবিতে দেখা যায়, অউব্রি নবজাতকের পোশাক হাতে দাঁড়িয়ে আছে। পোশাটিতে লেখা, 'বাড়িতে স্বাগতম।'
ছবিটি পোস্ট করে সাকিব লেখেন, 'বিড় সিস্টারহুড।' সাকিব এই ছবি পোস্ট করার পরই গুঞ্জন ওঠে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব। সাকিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আবারও কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছে সাকিব-শিশির দম্পতি। এই মাসের শেষের দিকে তাদের পরিবারের নতুন অতিথি আসার কথা।
করোনাভাইরাসের কারণে খেলা না থাকায় পরিবারের সঙ্গেই সময় কাটছে মাহমুদউল্লাহর। এই সময়ে করোনার প্রকোপ না থাকলে পাকিস্তান সফরে থাকতো বাংলাদেশ। তবে স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ (প্রথম বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ) হওয়া সাকিব যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন। ভ্রমণ করায় যুক্তরাষ্ট্র গিয়ে ১৪ দিন নিজেকে হোটেলবন্দী রেখেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।