ইংল্যান্ডকে গুঁড়িয়ে ভারতের অসাধারণ জয়
২৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক রানেই নেই ইংল্যান্ডের দুই উইকেট। দুঃস্বপ্নের শুরুর পর ভারতের বোলিংয়ের বিপক্ষে হাবুডুবু খাচ্ছিল ইংল্যান্ড। ভাঙনের সুর বেজেই যাচ্ছিল। এর মাঝেই প্রতিরোধ গড়ে ইংল্যান্ডকে খেলায় ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক জো রুট, জস বাটলার ও অলিভার রবিনসন। কিন্তু তাদের প্রতিরোধের দেয়াল বেশিক্ষণ টেকেনি।
দাপটের সঙ্গে দিন শুরু করা ভারত শেষ ভাগটাও নিজেদের করে নেয়। শেষের রোমাঞ্চকর লড়াইয়ে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে ভারত। লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচ সেরা লোকেশ রাহুলের ১২৯ ও রোহিত শর্মার ৮৩ রানের সুবাদে ১০ উইকেটে ৩৬৪ রান তোলে ভারত। জবাবে অধিনায়ক জো রুটের রেকর্ড গড়া ১৮০ ও ররি বার্নসের ৪৯ রানে ৩৯১ রানে থামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে দুই একজন ছাড়া ভারতের প্রায় সবাই রানের দেখা পান। বড় ইনিংস খেলতে না পারলেও দলের স্কোরকার্ড সমৃদ্ধ করতে অবদান রাখেন অনেকেই। অজিঙ্কা রাহানের ৬১, পেসার মোহাম্মদ শামির অপরাজিত ৫৬ ও চেতেশ্বর পূজারার ৪৫ রানে ৮ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রান। যা পাড়ি দিতে নেমে ১২০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই দিক হারায় ইংল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই ররি বার্নসকে ফিরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ওভারে ডম সিবলিকে সাজঘর দেখিয়ে দেন মোহাম্মদ শামি। এরপর হাসিব হামিদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান জো রুট। কিন্তু ৯ রান করেই ইশান্ত শর্মার শিকারে পরিণত হন হাসিব।
৬৭ রানে দুটি উইকেট হারায় ইংল্যান্ড। ২ রান করে ইশান্তের বলে এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো। পরের ওভারে ৩৩ রান করা জো রুটকে বিদায় করেন বুমরাহ। মঈন আলী ১৩ রান করে সিরাজের শিকারে পরিণত হন। এরপর ২৫ রান করা জস বাটলার ও ৯ রান করা অলিভার রবিনসনই যা লড়াই করেছেন। বাকিদের দাঁড়াতেই দেননি সিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ৩৬৪
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৯১
ভারত দ্বিতীয় ইনিংস: ১০৯.৩ ওভারে ২৯৮/৮, ইনিংস ডিক্লে, (রাহুল ৫, রোহিত ২১, পূজারা ৪৫, কোহলি ২০, রাহানে ৬১, পন্ত ২২, জাদেজা ৩, ইশান্ত ১৬, শামি ৫৬, বুমরাহ ৩৪; অ্যান্ডারসন ০/৫৩, রবিনসন ২/৪৫, উড ৩/৫১, কারান ১/৪২, মঈন ২/৮৪)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৫১.৫ ওভারে ১২০ (বার্নস ০, সিবলি ০, হাসিব ৯, রুট ৩৩, বেয়ারস্টো ২, বাটলার ২৫, মঈন ১৩, কারান ০, রবিনসন ৯, উড ০*, অ্যান্ডারসন ০; বুমরাহ ৩/৩৩, শামি ১/১৩, জাদেজা ০/৫, সিরাজ ৪/৩২, ইশান্ত ২/১৩)।
ফল: ভারত ১৫১ রানে জয়ী।
ম্যাচ সেরা: লোকেশ রাহুল (ভারত)।
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।