উইম্বলডন বাতিল, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ স্থগিত
করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার মিছিলে যোগ হলো বিশ্ব ক্রীড়ার আরও কয়েকটি ইভেন্ট। করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন ওপেন বাতিল করা হয়েছে। এ বছর উইম্বলডন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে অল ইংল্যান্ড ক্লাব।
উইম্বলডন বাতিলের দিনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সব ম্যাচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উইম্বলডন স্থগিত হতে পারে, বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু স্থগিত নয়, বাতিলই করে দেওয়া হলো টেনিসের ঐতিহ্যবাহী এই আসরটি। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্টটির আয়োজক অল ইংল্যান্ড ক্লাব।
এই প্রথম কোনো আসর বাতিল হয়ে গেল। এরআগে বিভিন্ন খেলার টুর্নামেন্ট বন্ধ হয়েছে। কোনোটা স্থগিত আবার কোনোটা পিছিয়ে গেছে। কিন্তু উইম্বলডন স্থগিতের চেয়ে বাতিল করাকেই যুক্তিযুক্ত মনে করেছে অল ইংল্যান্ড ক্লাব। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবারের মতো উইম্বলডন বাতিল হলো। সূচি অনুযায়ী আগামী ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উইম্বলডন।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও এসব আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
মহামারি হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনার কারণে বিশ্বের সব খেলাধুলাই বন্ধ হয়ে গেছে। ফুটবলের শীর্ষ ৫টি লিগ আগেই স্থগিত করা হয়। এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমসও পিছিয়ে গেছে এক বছরের জন্য।