রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেন, প্রতিপক্ষ আটালান্টা
রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে উঠল বায়ার লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থেকে বেনফিকার ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে ছাপিয়ে গেছে জাবি আলন্সোর দল। ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোমার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করে লেভারকুসেন।
দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে লেভারকুসেন। শিরোপা জয়ের লড়াইয়ে জাবির দল খেলবে ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে।
টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে এই ম্যাচে খেলতে নেমেছিল লেভারকুসেন। প্রথম লেগে রোমার মাঠে ২-০ গোলে জেতায় কিছুটা নির্ভারও ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো পারেদেসের দুই পেনাল্টি গোলে দুই লেগ মিলিয়ে সমতা ফেরে। এরপরই নড়েচড়ে বসে লেভারকুসেন।
৮২ মিনিটে লেভারকুসেনের চাপের মুখে আত্মঘাতী গোল করে বসেন রোমার মানচিনি। সেই গোলই যথেষ্ট ছিল দুই লেগ মিলিয়ে লেভারকুসেনকে ফাইনালে তুলতে। কিন্তু তাতে ম্যাচ হেরে রেকর্ডটা আর নিজেদের করে নিতে পারত না জাবির দল।
লেভারকুসেন যে শেষ বাঁশি বাজার আগে হারে না, সেটির প্রমাণ আরেকবার দিয়েছে তারা। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে স্টানিসিচের গোলে সমতায় ফেরে জার্মান লিগ জেতা দলটি। আর অপরাজিত থেকে ৪৯ ম্যাচ না হারার রেকর্ডও নিজেদের করে নেয় তারা।
চলতি মৌসুমে ইতোমধ্যে বুন্দেসলিগার শিরোপা জিতেছে লেভারকুসেন। জার্মান কাপের ফাইনালেও উঠেছে তারা। এবার ইউরোপা লিগের ফাইনালে উঠে এক মৌসুমে তিন শিরোপা জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে লেভারকুসেন। অপরাজিত থেকেই এই শিরোপাগুলো ঘরে তুলতে চাইবে জাবির দল।