এইচপি দলের ক্যাম্প হতে পারে শ্রীলঙ্কায়
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফর নিয়ে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে ম্যাচ তো খেলবেই, এমনকি সেখানেই হতে পারে এইচপি দলের ক্যাস্পও। এমনই জানিয়েছেন এইচপি কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
বিসিবির এই পরিচালক জানিয়েছেন, এ ব্যাপারে শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ করা হবে। স্বাগতিকদের আন্তরিকতার ওপর নির্ভর করবে ক্যাম্প শ্রীলঙ্কা হবে নাকি বাংলাদেশে। বুধবার বিসিবিতে সমন্বয় সভা শেষে এসব জানান নাঈমুর রহমান।
এক ভিডিও বার্তায় বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'প্রস্তুতি ক্যাম্প এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে। দুই জায়গাতেই হতে পারে। সেটাও আমাদের মাথায় আছে। এসব নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে।'
ক্যাম্প শ্রীলঙ্কাতে হলেও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখবে এইচপি দল। নাঈমুর রহমান বলেন, 'আমরা যদি শ্রীলঙ্কা যাই, সেখানে ম্যাচ খেলব, ট্রেনিং করব। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতি দরকার কোথাও যাওয়ার আগে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে।'
এচপির প্রধান কোচ খোঁজার কার্যক্রমও শুরু করা হয়েছে। করোনা প্রকোপের আগে আবেদন করা কোচদের মধ্য থেকে ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকা করে ফেলা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান নাঈমুর রহমান।
তিনি বলেন, 'এটি মূলত সমন্বয় সভা। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইচপি প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়। হেড কোচ নিয়োগের ব্যাপার আছে। যারা আগ্রহ প্রকাশ করেছে, সেখান থেকে শর্ট লিস্ট করেছি। যারা আগ্রহ প্রকাশ করেছিল, তাদের সাথে আবার যোগাযোগ করে অবস্থা জানছি। কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল করোনা মহমারির আগে। তাদের মন-মানসিকতা এখন কেমন, তাদের মনোভাব পরিবর্তিত হয়েছে কিনা, সেটা আবার নতুন করে জানতে হবে।'
বর্তমানে অবস্থা স্বাভাবিক না হলেও এইচপির কার্যক্রম শুরুর কথা ভাবছে বিসিবি। নাঈমুর রহমান বলেন, 'কিছুই আগের মতো নেই। শুরুর করার ব্যাপারটা আমাদের হাতে নেই, তারপরও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, ভাবতে হবে। কারণ মিরপুর একাডেমিতে যদি ট্রেনিং ক্যাম্প শুরু করি, খেলোয়াড়দের থাকা, খাওয়া, স্বাস্থবিধির বিষয়গুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই কিনা, এসব চিন্তা করতে হচ্ছে।'