করোনার ছোবলে বন্ধ ক্রিকেটারদের অনুশীলন
সব ঠিকঠাকভাবেই চলছিল। গত ১৯ জুলাই একক অনুশীলন শুরু হওয়ার পর থেকে নিয়মিত মাঠে আসছিলেন ক্রিকেটাররা। গত সপ্তাহ থেকে শুরু হয় জুটি বেধে অনুশীলন। নেটে ব্যাটসম্যানদের বোলিং করার সুযোগ হয়েছে বোলারদের। কিন্তু সব আর ঠিকঠাক নেই। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও হানা দিয়েছে করোনাভাইরাস।
একক অনুশীলনে কাজ করা বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফের শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে একজন ট্রেনার ইতোমধ্যে করোনায় আক্রান্ত। ক্রিকেটারসহ অন্যান্যদের নিরাপত্তার কথা চিন্তা করে একক অনুশীলন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী তিন দিন বন্ধ থাকবে অনুশীলন।
অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, 'এটা আমাদের পরিকল্পনারই অংশ ছিল যে, কোনো ধরনের সমস্যা হলে বিরতি দিয়ে আবার অনুশীলন শুরু করা হবে। আমাদের বিসিবির স্বাস্থ্য বিধিতে এমনই পরামর্শ দেওয়া আছে।'
শ্রীলঙ্কা সফরের আগে ২১ সেপ্টেম্বর থেকে দলীয় অনুশীলন শুরু করার পরিকল্পনা বিসিবির। কয়েকদিন দলীয় অনুশীলন করে প্রাথমিক দলটি নিয়েই শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এরআগে তিন দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে।
সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবেন তামিম, মুশফিক, মুমিনুলরা। প্রথম দুটি টেস্ট ক্যান্ডি ও শেষ টেস্ট ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।