করোনায় আক্রান্ত যুব ক্রিকেটার
বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্পকে সামনে রেখে ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফার পরীক্ষায় ক্রিকেটার-স্টাফ মিলিয়ে ২৭ জনের সবাই নেগেটিভ হন। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় একজন যুব ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন।
দ্বিতীয় দফায় মঙ্গলবার ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে তাদের পরীক্ষার ফল এসেছে, তাতে পজিটিভ হয়েছেন একজন। করোনায় আক্রান্ত হওয়া ক্রিকেটার হচ্ছেন বরিশালের ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন। বাকিদের বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়েছে।
ইফতেখারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, 'মঙ্গলবার আমরা ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। এতে একজন পজিটিভ এসেছে। সে এখন আইসোলেশনে থাকবে। বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে।'
বিসিবির একাডেমি ভবনে ইফতেখারকে আইসোলেশনে রাখা হয়েছে। এখানে ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি। এ সময় যুব এই ক্রিকেটারের সার্বিক তত্ত্বাবধানে থাকবে বিসিবির মেডিকেল দল।
তিন সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়। পরে আরও একজনকে প্রাথমিক দলে নেওয়া হয়েছে। মোহাম্মদ কায়সার বলেন, 'আমরা আরও একজন ক্রিকেটার যোগ করেছি। আগামী বৃহস্পতিবার ১৬ জনের করোনার নমুনা সংগ্রহ করা হবে। এই পর্ব শেষ হওয়ার পর পরিকল্পনা মতো ক্যাম্প শুরু করার ইচ্ছা আমাদের।'
শক্তিশালী অনূর্ধ্ব-১৯ দল গঠনে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। প্রাথমিক দলে ডাক পাওয়া ৪৬ ক্রিকেটারকে নিয়ে আগামী ২৩ আগস্ট শুরু হবে ক্যাম্প, চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প শুরুর আগে কয়েক ধাপে যুবাদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
বিকেএসপিতে স্কিল ক্যাম্প চলাকালীন ৮টি অনুশীলন ম্যাচ খেলবে যুব ক্রিকেটাররা। ম্যাচগুলো ৮, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের পর যুবাদের চূড়ান্ত দল গঠন করা হবে।