করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। একটি টুইটে শচীন নিজেই বিষয়টি জানিয়েছেন। এর মাঝেও তার জন্য একটু স্বস্তির খবর যে, স্ত্রী-সন্তানদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শচীনের শরীরে মৃদু উপসর্গ আছে। এই মুহূর্তে তিনি নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন।
করোনাভাইরাসকে দূরে রাখতে সব চেষ্টাই করেছেন শচীন। তবু ভাইরাসটি থেকে রেহাই মিললো না ভারতের ব্যাটিং ঈশ্বরের।
করোনা থেকে মুক্ত থাকতে চেষ্টার কথা জানিয়ে শচীন টুইটে লিখেছেন, 'কোভিডকে দূরে সরিয়ে রাখার জন্য বারবার পরীক্ষা করিয়েছি, সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলেছি। যা-ই হোক, আজ মৃদু কিছু উপসর্গের পর আমার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।'
স্ত্রী-সন্তানদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে জানিয়ে শচীন আরও লিখেছেন, 'ঘরের বাকি সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি ঘরে কোয়ারেন্টিনে আছি। ডাক্তারদের নির্দেশনা মেনে সব স্বাস্থ্যবিধি মেনে চলছি।'