কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটাররা কে কোন গ্রেডে
গত রোববার ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭জন ক্রিকেটারকে নিয়ে করা নতুন এই চুক্তিতে ক্রিকেটাররা কে কোন গ্রেডে আছেন, সেটা সেদিন জানায়নি বিসিবি। মঙ্গলবার ক্রিকেটারদের গ্রেড ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে 'এ প্লাস' গ্রেডে আছেন চারজন ক্রিকেটার। এদের মাসিক বেতন ৪ লাখ টাকা। এ প্লাস গ্রেডে থাকা চার ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। যদিও শুরুতে চুক্তিতে নামই ছিল না সৌম্যর। ভুলে তার নাম বাদ পড়েছিল বলে জানানো হয়।
প্রথমবারের মতো এবার লাল ও সাদা বলে আলাদা চুক্তি করেছে বিসিবি। দুটিতেই শীর্ষ গ্রেডে আছেন দুজন ক্রিকেটার। তারা হলেন তামিম ও মুশফিক। লাল ও সাদা মিলিয়ে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার মাসে ৬ লাখ টাকা করে বেতন পাবেন। স্পিনার তাইজুল ইসলাম দুটি মিলিয়ে আড়াই লাখ টাকা বেতন পাবেন।
সাদা বলে 'এ প্লাস' গ্রেডে রাখা হয়েছে সৌম্যকে। কেন্দ্রীয় চুক্তির লাল বলের 'এ' গ্রেডে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
তরুণ দুই ক্রিকেটার নাঈম শেখ ও আফিফ হোসেনকে চুক্তিতে নেওয়া হয়েছে। এ দুজন 'ডি' গ্রেডে আছেন। নাঈম ও আফিফের মাসিক বেতন এক লাখ টাকা।
কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের গ্রেড
এ প্লাস: (মাসিক পারিশ্রমিক ৪ লাখ)
লাল বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল।
সাদা বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার।
এ: (মাসিক পারিশ্রমিক ৩ লাখ)
লাল বল: মুমিনুল হক
সাদা বল: নেই
বি: (মাসিক পারিশ্রমিক ২ লাখ)
লাল বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
সাদা বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
সি: (মাসিক পারিশ্রমিক দেড় লাখ)
লাল বল: নেই
সাদা বল: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন।
ডি: (মাসিক পারিশ্রমিক ১ লাখ)
লাল বল: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
সাদা বল: তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ।