কোহলি-রোহিতকে আউট করার উপায় বাতলালেন মুশতাক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর মিশনে পাকিস্তানের সামনে সবচেয়ে বড় দুই বাধা হয়ে উঠতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
তবে সম্ভাব্য ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হলেন পাকিস্তানি কিংবদন্তি লেগ-স্পিনার মুশতাক আহমেদ। স্বদেশী বোলারদের তিনি বাতলে দিলেন কোহলি-রোহিতকে সাজঘরে ফেরানোর উপায়।
"রোহিত সময় নেয় [উইকেটে থিতু হতে] এবং সে খুবই বুদ্ধিমান। আমার মনে হয়, ইনিংসের শুরুর দিকেই ইনসুইং বোলাররা তার বিরুদ্ধে কার্যকর হতে পারে। এটি [ইনসুইং বোলিং] তার জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে," হিন্দুস্তান টাইমসকে বলেন মুশতাক।
"এছাড়া স্লো উইকেটে বাউন্সারও কাজে লাগতে পারে। যেহেতু সে এ ধরনের ডেলিভারিতে পুল শট খেলে, তাই ঠিকভাবে ফিল্ডিং সাজাতে পারলে তাকে আউট করা সম্ভব।"
কোহলিকে বাগে আনার ক্ষেত্রেও ফিল্ডিং সাজানোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন মুশতাক।
"কোহলির ক্ষেত্রে, আমি বিশ্বাস করি আপনাকে ফিল্ডিং সাজানো নিয়ে কাজ করতে হবে। এটা সাদা বলের ক্রিকেট তাই আপনি খুব বেশি সুইং পাবেন না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আঁটসাঁট ফিল্ড সেট করা, যেন প্রথম ১০-১৫ রান পেতে তাকে বেগ পেতে হয়। তখন সে চেষ্টা করবে ফিল্ডারদের মাথার উপর দিয়ে তুলে খেলার, যার ফলে অনেক সুযোগ তৈরি হবে।"
এদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মতে, অতীত রেকর্ড তার দলের উপর কোনো প্রভাব ফেলবে না। তাদের প্রাথমিক মনোযোগ থাকবে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলা।
"অতীত তো চলে গেছে। আমরা ওসব নিয়ে ভাবছি না। বরং আমরা ভবিষ্যতের দিকে নজর দিচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং ওই ম্যাচে ভালো ক্রিকেট খেলব," পিসিবির মিডিয়া ব্রিফিংয়ে আজম বলেন।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সুপার টুয়েলভের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার, ২৪ অক্টোবর।