মুশতাকের দীর্ঘমেয়াদি স্পিন বোলিং কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদকে দীর্ঘদিনের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে পাওয়া নিয়ে অনিশ্চিত অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গণমাধ্যমের সঙ্গে শেষ আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, তারা মুশতাকের চুক্তি দুই বছরের জন্য নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে মুশতাকের আরও চুক্তি রয়েছে।
সোমবার (৮ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, মুশতাকের আরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে কবে তিনি দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা অনিশ্চিত।
নিজামউদ্দিন সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে আসার আগে তার কিছু চুক্তি সই হয়েছে। ইংল্যান্ড বোর্ড ও অন্যদের সঙ্গে তার চুক্তি আছে। মুশতাকের সঙ্গে আমাদের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।'
যখনই মুশতাককে পাওয়া যাবে তখনই সার্ভিস নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী আরও জানান, মুশতাককে আরও দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ করতে তার সঙ্গে যোগাযোগ করছেন তারা।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দুই মাসের চুক্তিতে চলতি বছরের এপ্রিলে বিসিবিতে যোগ দেন মুশতাক। তার সংক্ষিপ্ত মেয়াদে, তিনি দলের স্পিন-বোলিং বিভাগের উন্নয়নে সহায়তা করেন। মনে করা হয় বিশ্বকাপে রিশাদ হোসেনের চোখ ধাঁধানো পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।