গোলরক্ষকের নৈপুণ্যে ফাইনালে মেসিবিহীন বার্সা
ম্যাচের মূল সময়ে বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ একটি করে গোল করে। কিন্তু তাতে ম্যাচের ফল আসেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এখানে দারুণ দুটি সেভ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন। টাইব্রেকারে খেলা নিয়ে নায়ক হয়ে ওঠেন বার্সার এই জার্মান গোলরক্ষক। সোসিয়েদাদের প্রথম দুটি শট ফিরিয়ে বার্সেলোনাকে দারুণ এক জয় এনে দিয়েছেন স্টেগেন।
এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে কোর্দোবায় অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়েও স্কোরলাইন এটাই থেকে যায়। স্টেগেনের নৈপুণ্যে টাইব্রেকারে ৩-২ গোলে সোসিয়েদাদকে হারায় কাতালানরা।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এগিয়ে থেকেই প্রধমার্ধ শেষ করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। কিন্তু বেশি সময় এগিয়ে থাকা হয়নি তাদের। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল ওইয়ারসাবাল।
১-১ সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে দুই দলই বেশ কিছু আক্রমণ সাজিয়েছে। এ সময় পিছিয়ে পড়তে পারতো বার্সেলোনা। কিন্তু দারুণ দুটি সেভ করে দলকে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকিয়ে রাখেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন।
টাইব্রেকারে উড়ন্ত বলাকার মতো ঝাঁপিয়ে দুটি শট ফিরিয়ে দেন স্টেগেন। সোসিয়েদাদের জন বাউতিস্তা ও ওইয়ারসাবালের নেওয়া শট ফিরিয়ে দেন তিনি। দলটির হয়ে সফল দুটি শট নেন মিকেল মেরিনো ও আদনান ইয়ানুজাই। টাইব্রেকারে বার্সার হয়ে গোল করেন উসমান ডেম্বেলে, মিরালেম পিয়ানিচ ও রিকি পুচ। গোল করতে ব্যর্থ হন ডি ইয়ং ও অঁতোয়ান গ্রিজমান।