জাভির নাটকীয় ‘ইউ-টার্ন’, থাকছেন বার্সেলোনাতেই
মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়বেন, এই ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন জাভি হার্নান্দেজ। সেটাও একবার-দুবার নয়, বেশ কয়েকবার বলেছিলেন তিনি। কোনোভাবেই এই সিদ্ধান্ত বদলাবেন না, এমনও জানিয়েছিলেন কাতালান ক্লাবটির কিংবদন্তি এই ফুটবলার। কিন্তু হঠাৎ-ই জাভির সিদ্ধান্তে পরিবর্তন এলো। বার্সেলোনায় এটাই তার শেষ মৌসুম নয়, কোচ হিসেবে আরেকটি মৌসুম থেকে যাচ্ছেন তিনি।
তাকে কোচ হিসেবে রেখে দেওয়ার ইচ্ছা ছিল বার্সেলোনার, চলছিল আলোচনা। সেই আলোচনাতে বেগ পায় বুধবার। এদিন লম্বা সময় ধরে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক-আলোচনা হয় জাভির। এই খবর আসতেই গুঞ্জন ছড়ায়, সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। বার্সেলোনার এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন, ২০২৪-২৫ মৌসুমেও তাদের দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাভি।
এমন সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে, উচ্ছ্বাস প্রকাশ করে জাভির থেকে যাওয়ার খবরটি জানান তিনি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার বাড়ির বাইরে থাকা সাংবাদিকদের তিনি বলেন, 'জাভি চালিয়ে যাবে এবং খুবই রোমাঞ্চিত…। ক্লাবের বোর্ড এখানে সর্বসম্মত যে, তারই দায়িত্বে থাকা উচিত।'
বেশ কয়েকটি শর্তে সিদ্ধান্ত পাল্টেছেন জাভি। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কোচিং স্টাফে বিশেষ পরিবর্তন আনা হবে না বলে ক্লাবের পক্ষ থেকে জাভিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাব আর্থিক সঙ্কটে থাকার পরও আগামী মৌসুমের আগে শীর্ষ মানের ফুটবলার কিনবে তারা। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি নিয়ে আগামী রোববার সংবাদমাধ্যমের কথা বলবেন জাভি। এ নিয়ে আজই কথা বলবেন লাপোর্তা।
২০২১ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। খেলোয়াড় হিসেবে দলটির হয়ে অনেক শিরোপা জেতা সাবেক এই মিডফিল্ডার কোচ হিসেবেও গত মৌসুমে লিগ শিরোপা জেতেন। কিন্তু চলতি মৌসুমটা তার দলের ভালো যাচ্ছিল না। হাতাশার পারফরম্যান্সে চাপ বাড়ছিল জাভির। গত জানুয়ারিতে তিনি ঘোষণা দেন, কোচ হিসেবে বার্সেলোনাতে এটাই তার শেষ মৌসুম। এই ঘোষণা দিয়ে জানান, 'মুক্তির আনন্দ' পাচ্ছেন তিনি। প্রচন্ড চাপে রাখা হয়েছিল বলে সে সময় জানান জাভি।